যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশের পথে, ২১৯ ভারতীয়কে নিয়ে উড়ল এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান

বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। গোলা-গুলি, ক্ষেপণাস্ত্র কোনও কিছুই বাদ যাচ্ছে না। রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে সেখানে আটকে রয়েছেন বহু ভারতীয়। প্রাণ বাঁচাতে কেউ আশ্রয় নিয়েছেন বাঙ্কারে তো কেউ দূতাবাসে। 

ইউক্রেনের (Ukraine) পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। এখনও পর্যন্ত সেখানে আটকে রয়েছেন বহু ভারতীয় (Indian)। আর এই পরিস্থিতিতে যাতে নাগরিকদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করা যায় সেই চেষ্টাই করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে সরকারের তরফে। সেখানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সবাই। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেখান থেকে ২১৯ জন ভারতীয়কে (Indians Evacuated From Ukraine) উদ্ধার করে মুম্বইয়ের (Mumbai) উদ্দেশ্যে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। সন্ধে সাড়ে ৬টার সময় সেটি মুম্বইয়ের মাটি স্পর্শ করবে বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া (Russia)। গোলা-গুলি, ক্ষেপণাস্ত্র কোনও কিছুই বাদ যাচ্ছে না। রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে সেখানে আটকে রয়েছেন বহু ভারতীয়। প্রাণ বাঁচাতে কেউ আশ্রয় নিয়েছেন বাঙ্কারে তো কেউ দূতাবাসে। কোনওভাবে জীবন যাপন করছেন সবাই। আর এই পরিস্থিতির মধ্যে যে কোনও প্রকারে দেশের নাগরিকদের ফেরাতে উদ্যোগী কেন্দ্র। 

Latest Videos

আরও পড়ুন- রুশ সেনার দখলে ইউক্রেনের মেলিটোপোল শহর, দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের

প্রথমে ইউক্রেন থেকেই সরাসরি বিমানে করে ভারতীয়দের উদ্ধার করা হচ্ছিল। কিন্তু, বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু করার পর সেখানে এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। এরপর সেখানে আটকে পড়েন বহু ভারতীয়। আগে থেকে বিমানের টিকিট কেটে রাখার পরও দেশে ফিরতে পারছিলেন না তাঁরা। তারপর থেকেই ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর হয়ে ওঠে কেন্দ্র। বিকল্প পথে কীভাবে নাগরিকদের দেশে ফেরানো যায় তা নিয়ে শুরু হয় আলোচনা। তারপর ঠিক করা হয়েছিল যে, সড়কপথে ইউক্রেনের সীমান্ত এলাকাগুলিতে নিয়ে আসা হয় সেখানে আটকে থাকা ভারতীয়দের। তারপর সেখান থেকে বুখারেস্ট থেকে বিমানে করে ভারতে পৌঁছানো হবে তাঁদের।  

আরও পড়ুন- কেমন করে ইউক্রেন দখলের ছক কষছে রাশিয়া, জেনে নিন বিস্তারিত

আর ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়ার মাটি ছাড়ল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সন্ধে সাড়ে ৬টার সময় সেটি মুম্বইতে নামবে। এর আগে এই বিমানের ৪টের সময় মুম্বইয়ের মাটি স্পর্শ করার কথা ছিল। কিন্তু, কোনও কারণে বিমান ছাড়তেই দেরি হয়ে যায়। এছাড়া দ্বিতীয় বিমানটি বেশ কিছু ভারতীয়কে নিয়ে আজই রোমানিয়া থেকে দিল্লিতে পৌঁছাবে বলে জানা গিয়েছে। 

'আমেরিকা স্পনসর্ড প্রস্তাব', চিনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত

এর আগে বৃহস্পতিবারই আটকে থাকা ভারতীয়দের ইউক্রেন থেকে উদ্ধার করতে সেখানে পাড়ি দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু, এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায় মাঝ আকাশ থেকেই ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। আর এবার ইউক্রেনে না ঢুকে বিকল্প পথে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ভারতীয়দের। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar