সংক্ষিপ্ত

রুশ সেনা বাহিনীর খারকিভ শহর দখল করতে মরিয়া। তবে তার জন্য যে খুব বেশ কসরত করতে হবে তা নয়। কারণ মস্কো ইউক্রেনের একাধিক শহরের বাইরে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে। তেমনই দাবি করেছে ইনস্টিটিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার তাদের প্রতিবেদনে। 

ক্রমশই ইউক্রেনের ভিতরে এগিয়ে যাচ্ছে রাশিয়ান সৈনা (Russian Army)। তাই আগামী  ২৪ ঘণ্টার ইউক্রেনের (Ukraine) কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ রুশ সেনা এবার উদা, লোহান, খারকিভ নদী সঙ্গমস্থলে অবস্থিত খারকিভ শহরকেই টার্গেট করতে চলেছে। 

রুশ সেনা বাহিনীর খারকিভ শহর দখল করতে মরিয়া। তবে তার জন্য যে খুব বেশ কসরত করতে হবে তা নয়। কারণ মস্কো ইউক্রেনের একাধিক শহরের বাইরে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে। তেমনই দাবি করেছে ইনস্টিটিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার তাদের প্রতিবেদনে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করেছেল। কিন্তু এর পিছনে দীর্ঘ দিনের পরিকল্পনা ছিল রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মনে করা হচ্ছে একটি  একটি নির্দিষ্ট পদ্ধতি নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন ইউক্রেনের দিকে। রাশিয়ার প্রথম দফার টার্গেট পূর্ব ইউক্রেন। 

ইনস্টিটিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার ২৫ ফেব্রিুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে ইউক্রেন ভূখণ্ডের রাশিয়ান নিয়ন্ত্রণ  ও প্রধান কৌশলের অক্ষের মূল্যায়ণ  প্রাথমিকভাবে রাশিয়ানরা ডোনেক্স ও লুহানস্ক নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে আক্রমণ চালায়। এই দুটি অঞ্চলতে পুতিন প্রশাসন প্রশাসনের কিছু দিন আগে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

রাশিয়ান বাহিনীর মূল লক্ষ্য হল শুধুমাত্র পূর্ব ইউক্রেনীয় যুদ্ধরত সৈন্যদের ওপর আঘাত করা পাশাপাশি চারটি অক্ষের মধ্যের অগ্রসর হওয়া। এটা অবশ্যই উল্লেখ্য যে রাশিয়ান বাহিনী শুধুমাত্র তার স্থল বাহিনী ও সীমিত বিমান হামলার নিয়োজিত রয়েছে।  ইনস্টিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার বলেছে, ওডেসা ও আজভ সাগরের মাধ্যেও রাশিয়া হামলা চালাতে পারে। জলপথের পাশাপাশি আকাশ পথেও হামলা হতে পারে। 

২৫ ফেব্রুয়ারি রুশ বাহিনী ডিনিপ্রোর পশ্চিমতীরে কিয়েভের উপকণ্ঠে প্রবেশ করেছিল। রাশিয়ার মদতে পুষ্ঠ বিচ্ছিন্নতাবাদীরাও তাদের সঙ্গে রয়েছে বলে সূত্রের খবর। তবে রুশ বাহিনী পুরোপুরিভাবে এখনও পর্যন্ত কিয়েভ শহরে প্রবেশ করতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী সফলভাবে রুশ সেনাদের প্রতিহত করছে। রুশ সেনার গতি কিছুটা হলেও কমিয়ে দিতে পেরেছে। তবে রুশ সেনা বাহিনী চেরনিহিভ শহর দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা সেটিকে বাইপাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে একটি রাশিয়ান ভিডিও বলেছে, আগামী ২৪ ঘণ্টা কিয়েভের জন্য গুরুত্বপূর্ণ। কারণ রুশ বাহিনী চেরনিহিভ বাইপাস গিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। 


খারকিভ
রাশিয়ান বাহিনী ভারী অস্ত্র , ট্যাঙ্ক নিয়ে এই শহরের বাইরে অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি তারা দখল করতে পারে। 

ডনবাস
বাহিনী শুধুমাত্র পূর্ব ইউক্রেনীয় সেনাদের সম্পৃক্ত করতে চেয়েছিল।  প্রতিবেদন অনুসারে ইউক্রেনীয়রা পূর্ব ডনবাস অঞ্চলকে সুরক্ষিত করার জন্য বেশিরভাগ শক্তি প্রদর্শন করছে। 

ক্রিমিয়া খেরসন
ক্রিমিয়ার উত্তরে রাশিয়ান বাহিনী সম্পূর্ণ রূপে রেখসন শহর দখল করে। পূর্ব কয়েক ঘণ্টার মধ্যে মেলিটোপোল দখল করে । প্রতিবেদন অনুসারে অগ্রসরমান সৈন্যরা পশ্চিম ইউক্রেনের রিভনের বিরুদ্ধে অগ্রগতির একটি নতুন লাইন খোলার জন্য বেলারুশের স্টলিনকে সঙ্গে নিয়েছে। 

'আমেরিকা স্পনসর্ড প্রস্তাব', চিনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিটেনে বিমান মহড়ায় 'না' ভারতের

যুদ্ধের কিয়েভে 'বিয়ের ফুল', ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জয় পেল ভালোবাসা