বারামতী বিমান দুর্ঘটনা: দাউদাউ করে জ্বলে উঠল বিমান! অজিত পাওয়ার সহ ৬ জনের মৃত্যু

Published : Jan 28, 2026, 10:11 AM IST
বারামতী বিমান দুর্ঘটনা: দাউদাউ করে জ্বলে উঠল বিমান! অজিত পাওয়ার সহ ৬ জনের মৃত্যু

সংক্ষিপ্ত

এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।

বুধবার বারামতীতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বিশাল আগুন এবং ধোঁয়া উড়ছে। বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি দুর্ঘটনায় পওয়ার এবং বিমানের আরও পাঁচজন আরোহী নিহত হন।পুরো বিমানটিই ছাই হয়ে গেছে, ছবিতে দেখা যাচ্ছে বিমানটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এর ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্ঘটনার সময় পাওয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে বারামতি যাচ্ছিলেন।

ইতিমধ্যে, বারামতির সাংসদ এবং অজিতের খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে, দিল্লি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও এদিন তাঁর সংসদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল। পাশাপাশি, অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ার এবং তার ছেলে পার্থ পাওয়ারও বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে।

ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিমান দুর্ঘটনার কবলে অজিত পাওয়ার! বারামতীতে অবতরণের সময় ভেঙে পড়ল প্লেন
দারুণ খবর! রাজ্যের মহিলাদের ১০ হাজার টাকা করে দিচ্ছে সরকার, দেখে নিন কীভাবে করবেন আবেদন