Israel Hamas War: ইজরায়েল-হামাস যুদ্ধে শান্তির জন্য প্রার্থনা করলেন আজমীর দরগাহ-র আধ্যাত্মিক প্রধান জয়নুল আবেদীন

Published : Oct 13, 2023, 08:23 AM ISTUpdated : Oct 13, 2023, 01:08 PM IST
 Israel Palestine conflict

সংক্ষিপ্ত

‘প্রতিটি ধর্ম যেকোন রূপে সহিংসতাকে ঘৃণা করে, আমি উভয় পক্ষের কাছে রক্তপাত বন্ধ করার জন্য হাত জোড় করে আবেদন জানাচ্ছি’, প্রার্থনা করলেন আজমীর দরগাহ-র আধ্যাত্মিক প্রধান। 

‘প্রতিটি ধর্ম যেকোনও রূপে সহিংসতাকে ঘৃণা করে। ইসলামে নিরীহ প্রাণহানি কঠোরভাবে নিষিদ্ধ। আমি উভয় পক্ষের কাছে রক্তপাত বন্ধ করার জন্য হাত জোড় করে আবেদন জানাচ্ছি’, ইজরায়েল বনাম হামাস বাহিনীর যুদ্ধে শান্তির জন্য প্রার্থনা করলেন আজমীর দরগাহ-র আধ্যাত্মিক প্রধান হযরত দেওয়ান সৈয়দ জয়নুল আবেদীন। জাতিসংঘ এবং ভারত সরকারের কাছে অবিলম্বে শান্তিরক্ষার জন্য হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। 

ইসলাম এবং ইহুদী ধর্মের মানুষদের মধ্যে বিরোধিতা ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধে একটা বিরাট বড় কারণ। একদিকে ইজরায়েলের ইহুদি অন্যদিকে, প্যালেস্তাইনের ইসলাম ধর্মীয় হামাস বাহিনী, দুইয়ের যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত ঝরছে ইজরায়েল ও গাজা-য়। 

মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ বলে জানিয়েছেন জয়নুল আবেদীন। মানুষকে সচেতন করে তাঁর বার্তা, ‘নিরীহ মানুষের প্রাণহানি অন্যায় এবং অত্যন্ত নিন্দনীয়। এটা ইসলাম ও ইহুদী উভয় ধর্মের শিক্ষার পরিপন্থী।’ 

PREV
click me!

Recommended Stories

১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের
স্বাগত জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, হায়দরাবাদে মেসির জন্য বাড়তি নিরাপত্তা