নরেন্দ্র মোদীর কাশী সফর ঘিরে কটাক্ষ সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের। সোমবার, নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে (Varanasi), কাশী বিশ্বনাথ ধামের (Kashi Vishwanath Dham) প্রথম পর্বের উদ্বোধন করেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাশী সফর (visit to Kashi) ঘিরে কটাক্ষ সমাজবাদী পার্টি প্রধান (Samajwadi Party president) অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। সোমবার, নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে (Varanasi), কাশী বিশ্বনাথ ধামের (Kashi Vishwanath Dham) প্রথম পর্বের উদ্বোধন করেন মোদী। এরপরেই একমাস ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ঘোষণা করেন উত্তরপ্রদেশের যোগী সরকার। এই ঘোষণার পরেই মুখ খোলেন অখিলেশ যাদব। তিনি বলেন, মাত্র একমাস কেন, দু-তিন মাস ধরে অনুষ্ঠান করুক কেন্দ্র। মানুষের সময় শেষ হয়ে আসলে দীর্ঘদিন কাশীতে থাকে, প্রধানমন্ত্রী মোদীও তাই এখন কাশী ভ্রমণ করতে চাইছেন।
অখিলেশ যাদবের এই মন্তব্যের জন্য তাঁর কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২য়ে সমাজবাদী পার্টির জেতার কোনও রাস্তা নেই, তাই অখিলেশ যাদব এমন মন্তব্য করেছেন বলে দাবি মালব্যর। তবে অখিলেশের এই মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামে সমাজবাদী পার্টি। সপার এক নেতা বলেন অখিলেশের এই মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে করা হয়েছে, তার বাইরে কিছু নয়।
এর আগে, অখিলেশ যাদব দাবি করেছিলেন যে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পটি তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন অনুমোদিত হয়েছিল এবং এর প্রামাণ্য প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি কারা দিয়েছিল তা আপনারা সবাই জানেন। আজ মূল্যবৃদ্ধির কারণে সার পাওয়া যাচ্ছে না, তাহলে কৃষকের আয় দ্বিগুণ হবে কীভাবে? উল্লেখ্য, অখিলেশ যাদব ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে ছিলেন।
এদিন কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করে মোদী বলেন বিশ্বনাথ ধামের নতুন কমপ্লেক্সটি শুধু একটি বড় ভবন হতে যাচ্ছে না, এটি হবে ভারতের 'সনাতন সংস্কৃতি'র, আধ্যাত্মিক আত্মার এবং প্রাচীন ঐতিহ্যের প্রতীক। বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন মাত্র ৩০০০ বর্গফুট। নতুন কমপ্লেক্সটি হবে প্রায় পাঁচ লক্ষ বর্গফুটের বেশি এলাকা জুড়ে। ৫০,০০০ থেকে ৭৫,০০০ ভক্ত মন্দির প্রাঙ্গণে আসতে পারবেন৷ একে 'নতুন ইতিহাস' রচনা বলে দাবি করে মোদী বলেন, 'আমরা সৌভাগ্যবান যে এর সাক্ষী হতে পারছি'।
এই বিশাল কমপ্লেক্স নির্মাণের সঙ্গে যুক্ত প্রত্যেক শ্রমিক, কারিগরদের, সিভিল ইঞ্জিনিয়ার, প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং কমপ্লেক্স করার জন্য জমি দেওয়া সকল পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারেও কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য দিনরাত এক করে কাজ করেছেন বলে প্রশংসা করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে তিনি অভিনন্দন জানিয়েছেন।