এবার থেকে বাসে বসেও খেতে পারবেন মদ? কিন্ত এই পরিমাণ মেপে না খেলেই হতে পারে জরিমানা

Published : Nov 02, 2024, 10:37 PM IST

এবার থেকে বাসে বসেও খেতে পারবেন মদ? কিন্ত এই পরিমাণ মেপে না খেলেই হতে পারে জরিমানা

PREV
15

ভারতে মদ্যপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মদ পছন্দ করেন এমন একজন ব্যক্তি গড়ে ৫.৭ লিটার মদ পান করেন। উৎসবের দিনে মদের বিক্রি সর্বোচ্চ পর্যায়ে থাকে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে মদের বিক্রি এবং দাম ভিন্ন। অনেক রাজ্যে দাম বেশি, আবার কিছু রাজ্যে কম। তবে দাম যাই হোক না কেন, মদের বিক্রি দিন দিন বাড়ছে। 

25

যেসব রাজ্যে মদের দাম কম, সেখান থেকে অনেকে মদ কিনে নিজের এলাকায় নিয়ে যান। এভাবে বাসে মদ বহন করার অনুমতি আছে কিনা তা অনেকেরই জানা নেই। বাসে মদের বোতল নিয়ে যাওয়া যাবে কি? কয়টি বোতল নিয়ে যাওয়া যাবে? তা এখানে জানুন।  

35

বাসে মদের বোতল বহন করার জন্য ভারতে আলাদা নিয়ম রয়েছে। এটি মেনে চললে মদ বহন করতে কোনও সমস্যা নেই। এই ধরনের মদ্যপান নিষিদ্ধ নয় এমন রাজ্যগুলিতে বহন করার অনুমতি রয়েছে। অন্যান্য রাজ্যে বহন করা যাবে না। 

ভারতের কিছু রাজ্যে মদ বহন এবং বিক্রি নিষিদ্ধ। মদ্যপান নিষিদ্ধ নয় এমন রাজ্যগুলিতে দুই লিটার পর্যন্ত মদ বহন করা যায়। এই পরিমাণের বেশি মদ বহন করলে ৫ হাজার টাকা জরিমানা। এছাড়াও ৫ বছরের কারাদণ্ডও হতে পারে। 
 

45

কন্ডাক্টরের অনুমতি: 

কম দামের মদ কিনে অন্য জায়গায় কম খরচে নিয়ে যেতে বাস ভালো বিকল্প। তবে বাস কন্ডাক্টর যদি আপনার মদ আনতে আপত্তি করেন, তাহলে আপনি মদ নিয়ে যেতে পারবেন না। কারণ বাস কন্ডাক্টর আপত্তি করলে মদ বহন করা যাবে না এমন নিয়ম আছে।  

55

বৈধ বিল: 

বাসে মদ বহন করতে চাইলে বৈধ বিল রাখা জরুরি। আপনি যে মদের বোতল কিনেছেন তার উপযুক্ত প্রমাণ দেখানো গুরুত্বপূর্ণ। সঠিক বিল না থাকলে জরিমানা হতে পারে। তাই যতটা সম্ভব সাবধানে থাকুন।

click me!

Recommended Stories