বাসে মদের বোতল বহন করার জন্য ভারতে আলাদা নিয়ম রয়েছে। এটি মেনে চললে মদ বহন করতে কোনও সমস্যা নেই। এই ধরনের মদ্যপান নিষিদ্ধ নয় এমন রাজ্যগুলিতে বহন করার অনুমতি রয়েছে। অন্যান্য রাজ্যে বহন করা যাবে না।
ভারতের কিছু রাজ্যে মদ বহন এবং বিক্রি নিষিদ্ধ। মদ্যপান নিষিদ্ধ নয় এমন রাজ্যগুলিতে দুই লিটার পর্যন্ত মদ বহন করা যায়। এই পরিমাণের বেশি মদ বহন করলে ৫ হাজার টাকা জরিমানা। এছাড়াও ৫ বছরের কারাদণ্ডও হতে পারে।