
বেঙ্গালুরু: বছরে ৩৭ বার বিমানে ভ্রমণ! বেঙ্গালুরুর (Bengaluru) বিমানবন্দর থেকে মোট ৩৭ কেজি মাদক সহ পুলিশের জালে ধরা পড়ল ২ বিদেশিনি মহিলা। ধৃতেরা ভারতে থাকলেও আদতে তারা নাইজেরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে ম্যাঙ্গালুরু পুলিশ। সূত্রের খবর, রবিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ মাদক সহ ২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে যে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজার দর প্রায় ৭৫ কোটি টাকা (Drugs Smuggling Case)
এই বিষয়ে ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল জানিয়েছেন ধৃতরা হল-বাম্বা ফান্টা (৩১) ও অ্যাবিগেল অ্যাডোনিস (৩০) অভিযুক্ত দুই মহিলা নাইজেরিয়ার বাসিন্দা। তবে তারা দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন। দিল্লিতে থাকলেও মাদক পাচারের ব্যবসায় অবশ্য তাদের হাতেখড়ি বছর ২ আগে। এমনটাই পুলিশ সূত্রে খবর (Crime News)।
জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরুর (Bengaluru) বিমানবন্দরে নামার পর চেকিংয়ের সময় তাদের ট্রলি ব্যাগে মাদক ধরা পড়ে (Drugs)। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৭ কেজি MDM মাদক। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু মোবাইল (Mobile Phone)। পাসপোর্ট ও নগদ প্রায় ১৮ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, দিল্লির বাসিন্দা ওই দুই বিদেশিনি শুধু বেঙ্গালুরু নয়, ভারতের বিভিন্ন প্রান্তে তারা মাদক পাচারের কাজ করে। এই কাজের জন্য এর আগে বছরে অন্তত ৩৭ বার মুম্বইয়ে ও ২২ বার বেঙ্গালুরুতে আসা-যাওয়া করেছিলেন দুই তরুণী।
সূত্রের খবর, দুই তরুণীকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ২০২০ সালে ব্যবসায়িক ভিসায় ভারতে এসেছিলেন বাম্বা। আর অ্যাবিগেল ২০১৬ সাল থেকেই ভারতে থাকছেন। তবে দু’জনেরই মাদক পাচারে হাতেখড়ি হয়েছিল বছর দুয়েক আগে।
এই বিষয়ে ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল আরও জানিয়েছেন, ছ’মাস আগে এই মাদক পাচার চক্রের একজন গ্রেফতার হওয়ার পর তদন্তে নামে পুলিশ। ম্যাঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া ওই যুবকের নাম হায়দার আলি। তার কাছ থেকে ১৫ গ্রাম এমডিএমএ বাজেয়াপ্ত করা হয়। এরপর পুলিশ
হায়দারকে জেরা করে পিটার নামে এক নাইজেরীয় নাগরিকের কথা জানতে পারে। তারপরই বেঙ্গালুরু থেকেই ছয় কেজি মাদক সহ
পুলিশের জালে ধরা পড়েন তিনিও। এরপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশি অভিযানে এবার জালে ধরা পড়লেন দুই বিদেশিনি। শুধু তাই নয়, কর্নাটকের ইতিহাসেও এই প্রথম ধরা পড়ল এতবড় মাদক চক্রের খোঁজ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।