কাজের চাপে পরের পর মৃত্যুর খবর আসছে। কর্পোরেট অফিসের চাপে কোণ ঠাসা হয়ে পড়ছেন কর্মচারীরা। শেষমেশ আত্মঘাতী হওয়ার পথ বেছে নিচ্ছেন।
তবে এবার কর্মচারীদের জন্য আসতে পারে বিশেষ সুখবর। এবার আর সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে না।
কোনও কোনও অফিসে সপ্তাহে ৭ দিনই কাজ করতে হয়। তবে এবার দূর হয়ে যেতে পারে এই সমস্যা। আর সপ্তাহে ৭ বা ৬ দিন কাজ করানো যাবে না কর্মচারীদের।
এবার সপ্তাহে মোটে চারদিন অফিস করতে হবে এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কর্মীরা যাতে সপ্তাহে তিন দিন বাড়িতে থাকতে পারে সেই ব্যবস্থাই নেওয়ার কথা ভাবছে মোদী সরকার।
তবে যেহেতু দিনের সংখ্যা কমে যাচ্ছে তাই কাজের পরিমাণও বেশ খানিকটা বেড়ে যাবে। ৯ ঘণ্টার কাজ বেড়ে গিয়ে ১২ ঘণ্টা হয়ে যাবে। তবে সপ্তাহে ৪ দিন কাজ করলেই চলবে।
এবার এই নতুন নিয়ম নিয়েই লাগু হতে পারে দেশের নতুন শ্রম আইন। ইতিমধ্যেই ব্রিটেনে লাগু হয়ে গিয়েছে এই আইন। এবার ভারতেও লাগু করার চেষ্টা চলছে।
তবে ভারতে এই নিয়মের পাশাপাশি বদল আসতে পারে বেতন ব্যবস্থাতেও। বাড়তে পারে পিএফ কন্ট্রিবিউশন। তাই হাতে পাওয়া বেতনের অঙ্কও সামান্য কমে যেতে পারে।