Bareilly: বরেলিতে 'লাভ জিহাদ'? নাবালিকাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দ্বিখণ্ডিত করার অভিযোগ

সারা দেশেই জোর করে ধর্মান্তকরণের অভিযোগ উঠছে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বরেলিতেও একই অভিযোগ উঠেছে। নাবালিকাকে নৃশংসভাবে খুনের অভিযোগও উঠেছে।

উত্তরপ্রদেশের বরেলির ফতেগঞ্জ পূর্বী গ্রামে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক নাবালিকার দ্বিখণ্ডিত দেহ। ১৫ বছরের মেয়েটিকে চলন্ত ট্রেনের সামনে ছুড়ে ফেলে খুন করা হয়েছে অভিযোগ। মেয়েটির পরিবারের অভিযোগ, এটি লাভ জিহাদের ঘটনা। মেয়েটিকে মসজিদে নিয়ে গিয়ে জোর করে ধর্মান্তরিত করে ফরিয়াদ হুসেন নামে এক যুবক। সে মেয়েটিকে যৌন নির্যাতনের পর খুন করেছে বলে অভিযোগ। মেয়েটিকে খুন করে ফরিয়াদ যখন পালাচ্ছিল, তখন তাকে ধরে ফেলেন মেয়েটির পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন গ্রামের মানুষ। সেই সময় ফরিয়াদ মেয়েটির মাকে ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে বরেলি পুলিশ। 'এক্স' হ্যান্ডলে জানানো হয়েছে, ‘এ বিষয়ে বরেলির ফতেগঞ্জ পূর্ব থানায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে।’

স্কুলে যাওয়ার পথে নাবালিকা খুন!

Latest Videos

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার পথে খুন হয়েছে মেয়েটি। তার মা জানিয়েছেন, স্কুল থেকে ফোন করে জানানো হয়, পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। এই কারণে তাকে ফল ভালো করার জন্য আবার পরীক্ষা দিতে হবে। সেই কারণে স্কুলে যাচ্ছিল মেয়েটি। সেই সময় তার পথ আটকায় ফরিয়াদ। সে বলে মোটরবাইকে করে স্কুলে পৌঁছে দেবে। কিন্তু স্কুলে নিয়ে যাওয়ার বদলে সে মেয়েটিকে বহগুল নদীর কাছে রেল ব্রিজে নিয়ে যায়। সেখানে নির্যাতন চালানোর পর মেয়েটিকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় ফরিয়াদ। সেখানেই মেয়েটির মৃত্যু হয়।

 

 

ঠান্ডা মাথায় নাবালিকাকে খুনের অভিযোগ

মৃতা নাবালিকার পরিবারের অভিযোগ, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে নির্যাতনের পর খুন করেছে ফরিয়াদ। তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন মেয়েটির পরিবারের সদস্যরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: লাভ জিহাদের প্রতিবাদে সরব টাইমস স্কোয়ার, নেহার মৃত্যুর প্রতিবাদে উঠল হিন্দু কিশোরীকে বাঁচানোর আহ্বান

দেশ থেকে সব মাদ্রাসা তুলে দেওয়া হোক, বন্ধ হয়ে যাবে লাভ জিহাদের মত ঘটনা- ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রাচীর

‘লাভ জিহাদের নামেই শ্রদ্ধাকে ৩৫ টুকরো করেছিল আফতাব’, গুজরাটে ভোটের প্রচারে সরব অসমের বিজেপি মুখ্যমন্ত্রী

Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly