সংক্ষিপ্ত
সমাজে আফতাবের মতো খুনিদের জন্ম রোধ করতে নরেন্দ্র মোদীকেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা উচিত, মত হেমন্ত বিশ্ব শর্মার Assam CM Himanta Biswa Sarma drags delhi murders aftab news in BJP Gujarat Election campaign
দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের তর্ক উঠে এল রাজনৈতিক বক্তব্যে। ধৃত যুবক আফতাব আমিনের মতো খুনিরা যে সঠিক রাজনৈতিক নেতার অভাবেই বেড়ে ওঠেন, তার ইঙ্গিত দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
২০২২ সালের মে মাসে দিল্লিতে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার হাতে খুন হয়েছিলেন ২৬ বছরের মুম্বই নিবাসী তরুণী শ্রদ্ধা ওয়াকার। প্রেমিকাকে খুন করে দেহ লোপাট করার উদ্দেশ্যে মৃতদেহকে কেটে কেটে ৩৫ টুকরো করেন ২৮ বছরের আফতাব, এরপর দিল্লির ছতরপুরের জঙ্গলে ফেলে আসেন একটি একটি করে দেহাংশ। নভেম্বরে প্রকাশ্যে আসে দিল্লির এই পাশবিক ঘটনা। স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। এরপর এই আফতাব আমিনকে রাজনৈতিক বক্তব্যে উদাহরণ হিসাবে তুলে ধরলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটের প্রচারের জন্য গুজরাটেই রয়েছেন তিনি। সেই কর্মসূচির উদ্দেশ্যেই একটি রাজনৈতিক মঞ্চ থেকে মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “যদি দেশে কোনও শক্তিশালী নেতা না থাকে, তবে প্রতিটি শহরেই একটা করে আফতাব আমিন জন্ম নেবে। আর আমরা সমাজকে সুরক্ষিতও রাখতে পারব না।”
কচ্ছ প্রদেশে বিজেপির হয়ে প্রচার চালাতে গিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসার আর্জি তার। দিল্লির ভয়ঙ্কর খুনের ঘটনার কথা উল্লেখ করে তিনি এটিকে ‘লাভ জিহাদ’ বলে উল্লেখ করেন।
অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আফতাব শ্রদ্ধা বহেন-কে মুম্বই থেকে নিয়ে এসেছিল এবং লাভ জিহাদের নামে তাঁকে কেটে ৩৫ টুকরো করেছে। আর কোথায় সেই দেহের টুকরো রেখেছিল? ফ্রিজে। যখন ফ্রিজে শ্রদ্ধার দেহ রাখা ছিল, সেই সময়ও আফতাব বাড়িতে অন্য মেয়েদের এনেছিল এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। দেশে যদি একজন শক্তিশালী, ক্ষমতাবান নেতা না থাকেন, যিনি দেশকে নিজের মা বলে মনে করেন, তবে প্রত্যেক শহরে আফতাব জন্ম নেবে এবং আমরা সমাজকে রক্ষা করতে পারব না। তাই ২০২৪ সালেও নরেন্দ্র মোদীই যেন প্রধানমন্ত্রী হন তৃতীয়বারের জন্য, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন-
হকার ইউনিয়ন ও পুলিশের মধ্যে মান্থলি সিস্টেম? নির্দিষ্ট পুলিশকর্মীদেরই দায়ী করলেন ফিরহাদ
রাজ্য জুড়ে মেঘলা আকাশের সাথে তাপমাত্রার ব্যাপক ওঠানামা, আজ কোন জেলায় কত নামল পারদ?
জেলের মধ্যে সুপারিনটেনডেন্টকে দিয়ে পদসেবা, আপ নেতা সত্যেন্দ্র জৈনের কাণ্ড দেখে তীব্র কটাক্ষ বিজেপির