ভারতে এলেন বিশ্বের ধনীতম ব্যক্তি, স্মরণ নিলেন মহাত্মার

  • ভারতে এলেন বিশ্বের ধনীতম ব্যক্তি
  • ২ দিনের সফরে ভারতে এলেন জেফ বেজোস
  • এসেই মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • ভারতীয় পোশাকে জনসমক্ষে এলেন বেজোস

Asianet News Bangla | Published : Jan 15, 2020 3:37 AM IST / Updated: Jan 15 2020, 03:44 PM IST

ভারতে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস। রাজধানী দিল্লিতে নেমেই বেজোস সোজা হাজির হলেন মহাত্মা গান্ধীর সমাধিতে। সেই ভিডিও নিজেই ট্যুইটারে পোস্ট করলেম অ্যামাজনের প্রতিষ্ঠাতা। 

আরও পড়ুন : জেলের মধ্যেই লক্ষাধিক রোজগার নির্ভয়ার ধর্ষকদের, নিয়ম ভেঙেছে ২৩ বার

দেখুন ভিডিও: সিমলিপালে তুষারপাত, জঙ্গলে ছড়িয়ে সাদা আস্তরণ

"এমন একজন যিনি এই বিশ্বের প্রকৃত পরিবর্তন ঘটিয়েছিলেন।" মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে  নিজের ভিডিও পোস্টে লেখেন বেজোস। ভারতীয় পোশাকের সকলের সামনে এলের বিশ্বের ধনীতম ব্যক্তি। পরেণ ছিল কুর্তা ও জহর-কোট। 

 

২ দিনের সফরে মঙ্গলবারই ভারতে পা রেখেছেন জেফ বেজোস। এদেশে ব্যবসা বাড়াতে ছোট ও মাঝারি উদ্যোগপতিদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। 

Share this article
click me!