শুল্ক সঙ্ঘাতের মধ্যেই হঠাৎ স্থগিত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর, অনিশ্চয়তায় শুল্ক খাঁড়ার ভবিষ্যত!

Published : Aug 17, 2025, 08:22 AM IST

IND USA Trade Deal Controversy: শুল্ক সঙ্ঘাতের মাঝেই স্থগিত হয়ে গেল মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের  ভারত সফর। কেন এই সফর হঠাৎ করে বাতিল ঘোষণা করে দেওয়া হল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
অনিশ্চয়তায় ভারত-মার্কিন বাণিজ্যিক আলোচনা!

ফের একবার প্রবল অনিশ্চয়তার মুখে পড়ল ভারত-মার্কিন বাণিজ্যিক আলোচনা। শনিবার রাতেই আমেরিকার তরফে ভারত সফর আপাতত বাতিল করা হচ্ছে বলে আনুষ্ঠানিক ভাবে  জানিয়ে দেওয়া হয়। তবে ফের কবে মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দল ভারত সফরে আসবে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। 

25
অনিশ্চয়তায় ভারত-মার্কিন বাণিজ্যিক ভবিষ্যত!

জানা  গিয়েছে, চলতি মাসের ২৫ থেকে ৩০ অগাস্ট দিল্লিতে আসার কথা ছিল আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের। তবে শনিবার রাতে হঠাৎই মার্কিন সহকারি বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এই বাণিজ্য প্রতিনিধি দল ভারতে আসছে এই মুহুর্তে বলে জানানো হয়। যারফলে শুল্ক সঙ্ঘাতের মাঝে মার্কিন সহকারি বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফরে বাণিজ্য নিয়ে যেটুকু আশার আলো দেখা গিয়েছিল আপাতত সেটাও বিঁশবাও জলে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

35
পরবর্তী বৈঠক কবে?

এই বিষয়ে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর আপাতত বাতিল হলেও পরবর্তীতে ফের তাঁরা ভারত সফর করবেন কীনা সেই বিষয়ে যদিও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে আপাতত এই বৈঠক স্থগিত হয়ে রইল। 

45
চরমে ভারত-আমেরিকা শুল্ক সঙ্ঘাত!

দ্বিতীয়বার মার্কিন মসনদে বসে একের পর পদক্ষেপ নিয়েই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন থেকে শুল্কনীতি। আমেরিকার উন্নয়নে কিছুই করতে বাদ রাখেননি ট্রাম্প। এই আবহে প্রথম দফায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপালেও ভারতের বাজারে মার্কিন বাণিজ্যে আপত্তি তোলায় পরে আরও ২৫ শতাংশ অর্থাৎ মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। যা কার্যকর হবে চলতি অগাস্ট মাসের ২৭ তারিখ থেকে। এরফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য রফতানিতে ব্যাপক ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্পের এইসব কাজে থোড়াই কেয়ার ভারতের। জাতীয়  স্বার্থই সর্বাধিক অগ্রাধিকার পাবে বলে আগেই জানিয়ে দিয়েছে ভারত সরকার। 

55
বারবার কেন এই সঙ্ঘাত?

২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবার হোয়াইট হাউসে ক্ষমতায় এসেছিল সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতের বড় বন্ধু বলে অভিহিত করেছিলেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই তার একের পর পদক্ষেপে কিছুটা হলেও নড়বড়ে ভারত-মার্কিন সম্পর্ক। অবশ্য এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে-রাশিয়া থেকে সস্তায় ভারতের তেল আমদানি। যা নিয়ে ট্রাম্পের অভিযোগ, ভারতকে তেল বিক্রি করে সেই টাকায় ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। 

Read more Photos on
click me!

Recommended Stories