- Home
- World News
- International News
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে শীঘ্রই বড় সিদ্ধান্ত রাশিয়ার! ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনায় আপ্লুত পুতিন
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে শীঘ্রই বড় সিদ্ধান্ত রাশিয়ার! ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনায় আপ্লুত পুতিন
Putin And Trump Meeting: মস্কোর আলাস্কায় শুক্রবারের ঘন্টা তিনেকের বৈঠকে আদেও মিলল রুশ-ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র। ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কী কথা হল দুই রাষ্ট্রনেতার?
শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় তিন ঘন্টার বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিনের বৈঠকে কী কথা হল বিশ্বের তাবড় দুই রাষ্ট্রনেতার? শনিবার এই বিষয়ে এক সাক্ষাৎকারে ক্রেমলিনকে পুতিন জানিয়েছেন যে, ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠক খুবই ভালো হয়েছে। এই বৈঠক ছিল সময়োপযোগী এবং অত্যন্ত কার্যকর। রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন পুতিন।
শান্তিপূর্ণ ভাবে যুদ্ধ বন্ধ করবেন পুতিন?
এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ‘’রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা যে অবস্থান গ্রহন করেছে আমরা সেটাকে সম্মান করি। শান্তিপূর্ণ ভাবে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরাও শান্তিপূর্ণ ভাবেই সমস্যা সমাধানের দিকে এগিয়ে যেতে চাইছি''।
ইউক্রেনের সঙ্ঘাত বন্ধ নিয়ে কী সিদ্ধান্ত?
পুতিন আরও বলেন, ইউক্রেনের সঙ্ঘে রাশিয়ার বর্তমান সঙ্ঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খুবই বাস্তবসম্মত আলোচনা হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তের কাছাকাছি আসতে পেরেছি।'' শুধু তাই নয় খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
তিনবছর পর প্রথম সাক্ষাত
২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাস থেকে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এর আগেও একাধিকবার বিভিন্ন দেশের তরফে যুদ্ধ থামানোর জন্য বার্তা দেওয়া হয়েছিল পুতিনকে। যদিও সেসব কথা অগ্রাহ্য করে এখনও পর্যন্ত নির্বিচারে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে যুদ্ধ থামাতে আসরে নামতে হয় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে। এর আগেও রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ থামানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তাতেও অবশ্য কোনও কাজ হয়নি। অবশেষে রুশ-ইউক্রেন যুদ্ধের তিনবছর পর প্রথমবা আলাস্কায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক সারেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের মুখে শান্তি চুক্তির বার্তা
সূত্রের খবর, আলাস্কায় ট্রাম্প-পুতিন সাক্ষাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয় নিয়ে কোনও কথায় হয়নি দুই রাষ্ট্রনেতার। যদিও ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে মনে রাখতে হবে রাশিয়া একটি খুব বড় শক্তিশালী রাষ্ট্র। ফলে যুদ্ধ বন্ধ করে দুই দেশেরই উচিত পূর্ণাঙ্গ শান্তিচুক্তিতে এগিয়ে আসা এবং সম্মত হওয়া।

