পঞ্চম দফাতেই সরকার গঠন নিয়ে আশাবাদী অমিত শাহ, জানিয়েছেন কটা আসন পাবে NDA

Published : May 21, 2024, 05:49 PM IST
Amit Shah

সংক্ষিপ্ত

মঙ্গলবার ওড়িশায় একটি জনসভায় অমিত শাহ জানিয়েছেন পাঁচটি দফা শেষ হয়েছে । এখনও পর্যন্ত এনডিএ জোট ৩১০টি আসন পেয়েছে। 

কটা আসন পাবে বিজেপি? কটা আসন পাবে এনডিএ? কটাই আসন পাবে বিরোধী জোট? পঞ্চম দফা নির্বাচনের পর এই প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। তারই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে ঠিক কটি আসন পাচ্ছে বিজেপি ও এনডিএ জোট।

মঙ্গলবার ওড়িশায় একটি জনসভায় অমিত শাহ জানিয়েছেন পাঁচটি দফা শেষ হয়েছে । এখনও পর্যন্ত এনডিএ জোট ৩১০টি আসন পেয়েছে। এদিন অমিত শাহ বলেন, 'পঞ্চম দফা ভোটের পর ইতিমধ্যেই এনডিএ জোট ৩১০টি আসন পেয়েছে। আমরা ষষ্ঠ ও সপ্তম দফা ভোটে ৪০০র বেশি আসন পাব।' তৃতীয়বার ক্ষমতায় ফেরার ব্যাপারে রীতিমতই আশাবাদী অমিত শাহ। তিনি ওড়িশায় পদ্ম ফুটবে বলেও আশা প্রকাশ করেছেন।

ওড়িশায় ভোট প্রচারে নবীন পট্টানায়েককে নিশানা করেন অমিত শাহ। তিনি ওড়িশার সরকার বাবু-রাজ বলেও কটাক্ষ করেন। তিনি আরও বলেন, কেওনঝ়় জেলায় প্রচুর খনি রয়েছে। তাতেও এই এলাকার আদিবাসীরা কোনও সুযোগ সুবিধে পায় না। এদিন কংগ্রেসকেও নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, 'মোদি পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের উপযুক্ত জবাব দিয়েছেন এবং তিনি পারমাণবিক বোমার এই ধরনের হুমকিকে ভয় পান না।' পূর্ববর্তী কংগ্রেস সরকারের উপর তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেছেন, "কংগ্রেস আদিবাসীদের জন্য কিছুই করেনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আদিবাসী বিষয়ক একটি পৃথক মন্ত্রক গঠন করেছিলেন যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশে নকশালবাদ দূর করতে কাজ করেছেন। আদিবাসী বিষয়ক বাজেট বরাদ্দ আগের ইউপিএ শাসনামলে দেওয়া ২৫০০০ কোটি টাকা থেকে মোদী সরকারের সময় ১.২৫ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলেও দাবি করেন অমিত শাহ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট