Amritpal Singh News: ‘পলাতক’ নই, শীঘ্রই সামনে আসব: তাহলে কি স্বর্ণ মন্দিরেই আত্মসমর্পণ করবেন অমৃতপাল সিং?

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে ‘ফেরার’ হয়ে থাকা খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং জানিয়েছিলেন যে, শীঘ্রই তিনি বিশ্বের সামনে আত্মপ্রকাশ করবেন। তিনি আত্মসমর্পণ করলে সবরকম সাহায্য করার আশ্বাস দিল পঞ্জাব পুলিশ।

“যদি পলাতক খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করতে চান, তাহলে আমরা আইন অনুযায়ী তাঁকে সবরকম সাহায্য করব”, শনিবার ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের ‘পলাতক’ নেতা অমৃতপালের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অমৃতসরের ডেপুটি কমিশনার অফ পুলিশ আইন ও শৃঙ্খলা পারমিন্দর সিং ভান্ডাল। পঞ্জাব জুড়ে এখন জল্পনা চলছে যে, খুব শীঘ্রই অমৃতসরের স্বর্ণ মন্দিরে আত্মসমর্পণ করবেন অমৃতপাল।

পুলিশকর্তা বলেন, “আমরা অমৃতসরের নিরাপত্তার জন্য অবিরাম কাজ করছি। আজও আমরা পুরো শহর সিল করে দিয়েছি। এখন বৈশাখ এগিয়ে আসায় আমরা ট্রাফিকের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর প্রধান অমৃতপাল সিং যদি আত্মসমর্পণ করে হাজির হতে চান, আমরা আইন অনুযায়ী আমাদের কাজ করব।”

Latest Videos

অমৃতপাল সিং বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন যে, তিনি ‘পলাতক’ নন এবং শীঘ্রই বিশ্বের সামনে উপস্থিত হবেন। প্রকাশিত ভিডিওটি সম্পর্কে তিনি বলেছেন, “আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছি। এটি মানুষের উদ্দেশে দেওয়া হয়েছে। জনসাধারণ মনে করে যে, ভিডিওটি পুলিশ হেফাজতে তৈরি করা হয়েছে, কারণ আমি ভিডিওতে কথা বলার সময় এদিক-ওদিক তাকাচ্ছিলাম। আপনারা আগের ভিডিওগুলি দেখতে পারেন, আমি ক্যামেরার দিকে তাকিয়ে খুব বেশি কথা বলি না।” তিনি আরও বলেন, “যারা মনে করেন যে, সে পালিয়ে গেছে, বা বন্ধুদের ছেড়ে চলে গেছে, তারা সেই ভাবনাটি মন থেকে সরিয়ে দিন। খুব তাড়াতাড়িই আমি বিশ্বের সামনে হাজির হব। আমি এমন ব্যক্তি নই যে, বিদেশে গিয়ে ভিডিও করে।” বৈশাখী উপলক্ষ্যে নিজের বার্তাগুলি বড় আকারে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের ভক্তদের কাছে আবেদন জানান স্বঘোষিত ‘শিখ ধর্মগুরু’।
আরও পড়ুন- অমৃতপাল সিং কে, ‘ওয়ারিস দে পঞ্জাব’ কী চায়?

তিনি বলেন, সরকার যা করতে চায় তাই করবে এবং তিনি ভয় পান না। “আমি গ্রেফতার হওয়ার ভয় পাই না। আমি গ্রেফতারির জন্য কোনো শর্তও রাখিনি। আমি খুব ভালো আছি এবং কোনও কিছুই আমার কোনও ক্ষতি করতে পারবে না। তবে, গ্রেফতারের বিষয়টি গুরুর হাতে।” নিজের ভিডিওতে অমৃতপাল অভিযোগ করেছেন যে, তাঁর অনেক সমর্থককে আসাম জেলে পাঠানো হয়েছে। পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদি নেতা প্রয়াত জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের সমর্থকরা সম্প্রতি অমৃতপাল সিং-কে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। পঞ্জাবের খালিস্তানি সমর্থক যুব সম্প্রদায়ের একটা বড় অংশ বর্তমানে পুলিশের হেফাজতে চলে গেছে, এই বিষয়টি উত্থাপন করেই অমৃতপালের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-

Ration Shop New Rules: আধার কার্ড না থাকলেও পাওয়া যাবে রেশন, নিয়মে জোর দিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক

মুকেশ এবং নীতা আম্বানির অনুষ্ঠানে স্মৃতি ইরানি থেকে অঞ্জলি টেন্ডুলকার, সকলেই হাজির হলেন কন্যা-সহযোগে

শক্তিগড়ের শুটআউট কাণ্ডে বিজেপি-তৃণমূল যোগ, খুন হওয়া রাজু বিজেপি কর্মী হয়ে যুক্ত ছিলেন গরুপাচারের পাণ্ডার সঙ্গে

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন