ঘূর্ণিঝড় 'দিতোয়া'-র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে এখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাড়ুতে। সেখানকার একাধিক এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এখন উত্তর দিকে অগ্রসর হওয়ায় প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিতোয়ার প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নদী-নালা উপচে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চেন্নাই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও দেখা দিয়েছে জলযন্ত্রণা।
25
উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলির জন্যও আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে দুই রাজ্যের প্রশাসনই দুর্যোগ মোকাবিলায় একাধিক দল প্রস্তুত রেখেছে এবং নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামী কয়েক দিন।
রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (APSDMA) ম্যানেজিং ডিরেক্টর প্রখর জৈন জানিয়েছেন যে, উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেল্লোর এবং তিরুপতি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাটলা, গুন্টুর, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী এবং কোনাসীমা জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেসরকারি আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তিশালী পরিচলনের (strong convection) বিষয়টিতে নজর রেখেছেন। তাঁরা সতর্ক করেছেন যে, বৃষ্টির ব্যান্ডগুলি এই অঞ্চলের উপর দিয়ে ক্রমাগত বয়ে যাওয়ায় চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আরও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (intermittent showers) সম্ভাবনা রয়েছে।
55
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর আটকে ঘূর্ণিঝড়
আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, ঘূর্ণিঝড় দিতোয়ার অবশিষ্টাংশ একটি গভীর নিম্নচাপ রূপে গত ছয় ঘণ্টা ধরে ঘন্টায় মাত্র ৫ কিলোমিটার গতিতে উত্তর দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে। যারফলে অন্ধ্র উপকূলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।