ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, এস-৪০০ মিসাইল কেনা নিয়ে মোদীর সঙ্গে বৈঠক!
Putin Visit In India: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি মাসেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার সফরকালে ভারতের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও চুক্তির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট
চলতি মাসের ৪ ডিসেম্বর দুদিনের জন্য ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এছাড়াও পুতিনের আসন্ন ভারত সফরের মধ্যেই বড়মাপের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সূত্রে খবর, এই সফরে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে এবং ভারতের জন্য নতুন করে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাবও আলোচনার টেবিলে থাকতে পারে দুই রাষ্ট্রনেতার বৈঠকে।
রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ভারত সফর
পুতিন আগামী ৪ ও ৫ ডিসেম্বর ভারতের সফরে আসছেন। তিনি ২৩তম বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর এটি হবে তার প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নতুন এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সম্ভাব্য চুক্তি। যা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভারতের সঙ্গে এস-৪০০ চুক্তি
ভারত–রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আসন্ন শীর্ষ বৈঠকে নতুন করে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে মস্কোর পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনাকে অতিরিক্ত দুই থেকে তিনটি এস-৪০০ রেজিমেন্ট সরবরাহের প্রস্তাবও সামনে আসতে পারে।
সামরিক সরঞ্জামের বহর বাড়াচ্ছে ভারত
সূত্রের খবর, রাশিয়ার এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন ভারত এখনো বড় অংশে রাশিয়ান সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল—দেশের মোট অস্ত্রভাণ্ডারের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই রাশিয়া-উৎপন্ন। যদিও গত এক দশকে রাশিয়া থেকে অস্ত্র আমদানির হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, তবুও কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আবারও গতি পেতে পারে।
প্রতিরক্ষায় গুরুত্ব ভারত-রাশিয়ার
ঐতিহাসিক আস্থা ও দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা কমে আসা আমদানি সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা সক্ষমতা গঠনে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীর্ষ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে প্রতিরক্ষা সরঞ্জামের সময়মতো সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সহায়তার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। তবে এখন দেখার পুতিনের ভারত সফরে কোন দিকে এগোয় রাশিয়া-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক।

