চার মাসেই মোহভঙ্গ! পাকিস্তানি বন্ধুকে বিয়ে করার পরেই একা একা দেশ ফিরলেন রাজস্থানের বধূ অঞ্জু

Published : Nov 29, 2023, 06:51 PM IST
Anju from Rajasthan who went to Pakistan to marry a Facebook friend is returning home bsm

সংক্ষিপ্ত

৩৪ বছরের অঞ্জু, বর্তমানে নিজের নাম পরিবর্তন করেছেন। এখন তিনি ফাতিমা নামেই পরিচিত। জুলাই থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে ছিলেন। 

অঞ্জু, চার মাস আগে নিজের ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করার জন্য সীমান্ত পার হয়ে পাকিস্তানে গিয়েছিল। এবার সেই মহিলাই ওয়াঘা সীমান্ত পার হয়ে এবার দেশে ফিরেছেন। স্বভাবতই তাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই তাঁকে একাধিক কেন্দ্রীয় সংস্থা মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে। ওয়াঘা সীমান্ত থেকেই তাঁকে অমৃতসর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই অঞ্জুর দিল্লি হয়ে রাজস্থান ফেরার কথা।

৩৪ বছরের অঞ্জু, বর্তমানে নিজের নাম পরিবর্তন করেছেন। এখন তিনি ফাতিমা নামেই পরিচিত। জুলাই থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে ছিলেন। সঙ্গী ছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া বন্ধু নাসরুল্লাহ। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে অঞ্জু আর নাসরুল্লাহের বিয়ের কথা জানান হয়েছিল। পাকিস্তানের মিডিয়ার দাবি বিয়ের জন্য অঞ্জু হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে এতগুলি মাস পরে কী কারণে অঞ্জু দেশে ফিরছেন তা এখনও স্পষ্ট করে কিছু জানাননি। অগাস্টে পাকিস্তান অঞ্জুর ভিসা আরও একমাসের জন্য বাড়িয়ে দিয়েছিল। যার অর্থ অঞ্জুর ভিসার মেয়াদ এখনও ফুরিয়ে যায়নি।

অঞ্জুর এই গৃহত্যাগ ও দেশত্যাগ নিয়ে তাঁর পরিবারের সদস্য যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল। সেপ্টেম্বরই অঞ্জুর স্বামী নাসরুল্লাহ বলেছিলেন তাঁর স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত , সেই কারণে দুই সন্তান থাকা সত্ত্বেও তাঁর স্ত্রী দেশ ছেড়ে পাকিস্তানে গিয়েছেন বন্ধুর সঙ্গে দেখা করতে। সন্তানরাও মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে অস্বীকার করেছিল। অঞ্জুর বাবার বাড়ির সদস্যরাও তাঁর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিল। অঞ্জুর বাবার বাড়ি উত্তরপ্রদেশে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিল অঞ্জুর বাবারা যদি মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে তাদের একঘরে করা হবে।

অন্যদিকে অঞ্জুর স্বামী অরবিন্দ বলেছেন, তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাঁর স্ত্রী পাকিস্তানে গিয়েছিল। স্বামীকে স্ত্রী বলেছিল কয়েক দিনের জন্য জয়পুর যাচ্ছেন। তিনি পাসপোর্টের কাজের জন্য জয়পুর যাচ্ছেন বলেও দাবি করেছিলেন। কিন্তু তারপরেই আচমকা দেশ ছেড়ে পাকিস্তানে চলে যান অঞ্জু। তবে পাকিস্তানে গিয়েই স্বামীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। লাহোর থেকে অঞ্জু স্বামীকে জানিয়েছিলেন, দুই তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন। এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্যই তিনি লাহোরে এসেছেন। কিন্তু তারপরই তাঁর বন্ধুকে বিয়ের সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়া নিজের বিয়ের ছবি পোস্টও করেন অঞ্জু। তারপর থেকেই স্বামী স্ত্রীকে নিয়ে অস্বস্তিতে পড়ে।

আরও পড়ুনঃ

ঝটপট ওজন কমাতে ভরসা রাখুন মেথি পরোটায়, রইল স্বস্থ্যকর পরোটা তৈরির উপায়

Rahul Dravid:ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়, 'দেওয়াল'এর ওপরই ভরসা রাখল বিসিসিআই

'শুভেন্দুকে বার করে দিলেও বাংলার মানুষের মুখ বন্ধ করতে পারবে না দিদি', ধর্মতলা কড়া আক্রমণ অমিত শাহের

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের