ভারতের বিমানে ফের বোমাতঙ্ক! যাত্রীদের বাঁচাতে তড়িঘড়ি এমার্জেন্সি ল্যান্ডিং করল ৫ টি প্লেন

ভারতের বিমানে ফের বোমাতঙ্ক! যাত্রীদের বাঁচাতে তড়িঘড়ি এমার্জেন্সি ল্যান্ডিং করল ৫ টি প্লেন

Anulekha Kar | Published : Oct 19, 2024 9:49 AM IST

ভারতের বিমানে বারবার বোমাতঙ্ক। এবার বোমার হুমকিতে বাধ্য হয়ে এমার্জেন্সি ল্যান্ডিংয় করতে হল ইন্ডিগোর ৫টি বিমানকে। আজ ফের বোমার হুমকি পেল ইন্ডিগোর ৫টি বিমান। সবকটি বিমানের জরুরি অবতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট তিনটি বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। এখনও পর্যন্ত ৭টি বোমা হামলার হুমকি ফোন এসেছে। ইন্ডিগোর ৫টি বিমানকে এই হুমকি দেওয়া হয়েছে।

রোজ বিমানে বোমা হামলার হুমকি মিলছে। সোমবার থেকে এখন পর্যন্ত ৭০টিরও বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

Latest Videos

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ভিস্তারা এয়ারলাইনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দ্বারভাঙা-দিল্লি স্পাইসজেটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এদিন বোর্ডিংয়ের পর সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

আজ ফের আন্তর্জাতিক বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স-১৯৬ ১৮৯ জন যাত্রী নিয়ে দুবাই থেকে জয়পুর যাচ্ছিল এই বিমানটি।

ইন্ডিগোর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে

যেখানে বলা হয়েছে," যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। "

এয়ার ইন্ডিয়ার বিমানেও ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দুপুর ১টা ২০ মিনিটে বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তা বাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। বোমার হুমকি পাওয়ার পর এখনও পর্যন্ত মোট তিনটি বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে।

উৎসবের মরশুমে এই ধরনের হুমকি ফোন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চলেছে। সর্বোপরি এরা কারা যারা এ ধরনের হুমকি দিচ্ছে এবং কেন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'বিভেদের বেড়াজাল মানি না, বাংলাদেশে সুস্থ সংস্কৃতি ফিরে আসুক,' বার্তা কাজি নজরুল ইসলামের প্রপৌত্রীর
'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
'ভুলে ভরা আবাস তালিকা! আর ১৫ মাস আছে এই সরকার, যত পারো লুঠে নাও' তোপ শুভেন্দুর | Suvendu Adhikari