ফের চরবৃত্তির অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ

Indrani Mukherjee |  
Published : Aug 02, 2019, 10:28 AM IST
ফের চরবৃত্তির অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ

সংক্ষিপ্ত

আরও এক ভারতীয়কে চর সন্দেহে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ ইন্দো-পাক সীমানার পঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান শহরের কাছ থেকে গ্রেফতার করা হয় তাকে জেরার মুখে ওই ব্যক্তি চরবৃত্তির কথা শিকার করে নিয়েছেন যদিও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি ভারতের বিদেশ মন্ত্রক

ইন্দো-পাক সীমানার পঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান শহরের কাছ থেকে আরও এক ভারতীয়কে চর সন্দেহে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে কবর, জেরার মুখে ওই ব্যক্তি চরবৃত্তির কথা শিকার করে নিয়েছেন। 

প্রসঙ্গত গুপ্তচরবৃত্তি পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম রাজু  লক্ষ্মণ। জানা গিয়েছে বুধবার লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে ডেরা গাজি খান জেলার রাখি গজ এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ গ্রেফতার করে তাকে আর একটি জায়গায় জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে, সেই জায়গার নাম অবশ্য প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন- কাশ্মীর ইস্যু নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প, এবার কী বার্তা দিলেন তিনি

আরও পড়ুন- প্রবল বর্ষায় রাজপথে কুকুর-কুমিরের সহাবস্থান, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

পুলিশ জানিয়েছে, ঠিক যেখান থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করা হয়েছিল, সেই বালুচিস্তান প্রদেশ থেকেই এই ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। কারণ সূত্র যাচাই না করে কোনও প্রতিক্রিয়া জানানো হবে না  বলে জানিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।  

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী