নতুন বছরে ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। ফের বাড়ছে DA। বাড়তি বেতন মিলবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
দিওয়ালির আগে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই মতো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।
বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সঙ্গে বাড়তি টাকা পাচ্ছেন পেনশন ভোগীরা।
এবার ফের প্রকাশ্যে এল ডিএ বৃদ্ধির খবর। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই ঘোষণা হবে ডিএ।
এবার আরও ৩ শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হারে DA পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নিয়ম অনুসারে, ফেব্রুয়ারির শেষে ঘোষণা হতে পারে ডিএ।
কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে, যে কর্মীরা নূন্যতম বেতন ১৮০০০ টাকা পান। এবার থেকে তারা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন।
এদিকে ২০২৬ সালে কার্যকরী হবে অষ্টম বেতন কমিশন। যার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।
তবে, এই নিয়ে মুখ খুলতে নারাজ মোদী সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী মুখ খোলেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এখনও সরকারের তেমন কোনও পরিকল্পনা নেই।
সে যাই হোক, ফের বাড়তে পারে ডিএ। নিয়ম অনুসারে, ফেব্রুয়ারির শেষে ঘোষণা হতে পারে ডিএ।