ফেব্রুয়ারিতে ফের বেতন বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের, জেনে নিন কত শতাংশ DA দেবে Modi সরকার

Published : Jan 03, 2025, 08:36 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির সম্ভাবনা। বর্তমান ৫৩% ডিএ থেকে ৩% বৃদ্ধি পেয়ে ৫৬% হতে পারে। যদিও সরকারের তরফ থেকে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

PREV
110

নতুন বছরে ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। ফের বাড়ছে DA। বাড়তি বেতন মিলবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

210

দিওয়ালির আগে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই মতো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।

310

বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সঙ্গে বাড়তি টাকা পাচ্ছেন পেনশন ভোগীরা।

410

এবার ফের প্রকাশ্যে এল ডিএ বৃদ্ধির খবর। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই ঘোষণা হবে ডিএ।

510

এবার আরও ৩ শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হারে DA পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নিয়ম অনুসারে, ফেব্রুয়ারির শেষে ঘোষণা হতে পারে ডিএ।

610

কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে, যে কর্মীরা নূন্যতম বেতন ১৮০০০ টাকা পান। এবার থেকে তারা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন।

710

এদিকে ২০২৬ সালে কার্যকরী হবে অষ্টম বেতন কমিশন। যার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

810

তবে, এই নিয়ে মুখ খুলতে নারাজ মোদী সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী মুখ খোলেন।

910

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এখনও সরকারের তেমন কোনও পরিকল্পনা নেই।

1010

সে যাই হোক, ফের বাড়তে পারে ডিএ। নিয়ম অনুসারে, ফেব্রুয়ারির শেষে ঘোষণা হতে পারে ডিএ।

click me!

Recommended Stories