সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রাহুল গান্ধী! ওবিসি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ধমক

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী রীতিমত ধকম দিলেন সাংবাদিককে। বিজেপির মুখপাত্র বলেও কটাক্ষ করেন তিনি।

 

সাংসদ পদ খারিজ নিয়ে রাহুল গান্ধী শনিবার সাংবাদিক সম্মেলনে সাময়িকভাবে মেজাজ হারালেন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ওবিসি বা পিছিয় পড়া মানুষের সমালোচনা করার জন্যই তাঁকে আইনত সাজা দেওয়া হয়েছে কিনা। ওবিসি ইস্যুতে সরাসরি উত্তরে কিছুটা হলেও ক্ষেপে যান রাহুল গান্ধী। তিনি সরাসরি সেই সাংবাদিককে বিজেপির মুখপাত্র বলেও সম্বোধন করেন। পাশাপাশি সেই সাংবাদিকদের সরাসরি বিজেপির হয়ে কাজ করার পরামর্শ দেন। রাহুল গান্ধী বলেন , সাংবাদিক যদি বুক চিতিয়ে বলেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন তাহলেই তিনি প্রশ্নের উত্তর দেবেন।

সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন , 'রাহুল গান্ধী ওবিসিদের অপমান করেছেন। এটাই বলছে বিজেপি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?' এই সোজা প্রশ্নের উত্তর দিতে গিয়েই মেজাজ হারান রাহুল। তিনি বলেন, 'ওই দিক থেকে একই প্রশ্ন করেছিলেন একজন। তারপর আপনি আবারও সরাসরি একই প্রশ্ন করছেন আমার বিপরীতে দাঁড়িয়ে। ' আগেও একজন এই একই প্রশ্ন করেছেন। এটা তৃতীয় চেষ্টা। তারপরই রাহুল বলেন 'আপনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন না কেন? আপনি কি বিজেপির থেকে কোনও নির্দেশ পেয়েছেন।' রীতিমত ক্ষুব্ধ হয়ে এই প্রশ্ন করেন রাহুল গান্ধী। তবে দ্রুত নিজেকে সামলেও নেন রাহুল গান্ধী।

Latest Videos

 

 

যাইহোক ইতিমধ্যেই রাহুল গান্ধীর সাংবাদিকদের ধমক দেওয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছে, রাহুল গান্ধী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন। এর আগে আমেঠিতেও রাহুল গান্ধী একই কাজ করেছিলেন বলেও জানিয়েছে নেটিজেনরা।

তবে এদিন রাহুল গান্ধীকে একাধিকবার সুরাটের আদালত নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। রাহুল গান্ধী বলেন আইন ব্যবস্থার ওপর তাঁর পুরোপুরি আস্থা হয়েছে। বিষয়টি যেহেতু বিচারাধীন সেই কারণেই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না।

রাহুল গান্ধী এদিন আরও বলেন, পরবর্তীকালে সাংসদ তাঁর বক্তৃতায় নিয়ে মোদী সরকার ভয় পেয়েছে। আর সেই কারণেই তাঁকে সংসদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি নেতারা তাঁকে ক্ষমা চাওয়ার জন্য জোর দিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন 'আমি সাভারকার নই, আমি গান্ধী, গান্ধীরা ক্ষমা চায় না।' এদিন রাহুল গান্ধী আরও বলেন, ওয়াইনাডের মানুষের সঙ্গে তিনি রয়েছেন। ওয়াইনাডের মানুষ তাঁর পরিবারের সদস্যদের মতই। সংসদের বাইরে থাকুন বা ভিরতে থাকুন তিনি তাঁর কাজ করে যাবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন দেশের সেবা করাই তাঁর কাজ। সেটাই তাঁর তপস্যা। সেটাই করবেন তিনি।

রাহুল গান্ধী এদিন জানিয়েছেন, তিনি ভারত জোড়ো যাত্রায় তিনি আবারও যাবেন। সেটাই তাঁর কাজ। তিনি আরও বলেন বিজেপি যে ওবিসির কথা তুলছে তা ইস্যু নয়। কারণ হিসেবে তিনি বলেন, তিনি ভারত জোড়ো যাত্রায় ভারতকে এক করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি মোদী-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল সেই প্রশ্নও তুলেছেন, সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে। তবে রাহুল গান্ধী আরও বলেন, তাঁকে এভাবে আটকানো যাবে না। তিনি ধর্ম দেশের জন্য কাজ করে যাওয়া- সেটাই তিনি করবেন বলেও জানিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee