তিন দিনে দুই বার গ্রেফতার আর চারদিনে দুই বার জামিন পেয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সকেত গোখলে। শনিবার তিনি নিশানা করেন বিজেপিকে। বলেন, তাঁকে টার্গেট করাই উদ্দেশ্য ছিল গুজরাট পুলিশের।
জামিনে মুক্তি পেয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সকেত গোখলে। তিনি শনিবার বলেন, গুজরাটের মোরবি ব্রিজ ভেঙে যাওয়া নিয়ে একটি ছোট ঘটনায় টুইট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকেত গোখলে প্রশ্ন তোলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি গুজরাট পুলিশ। কেন গুজরাট পুলিশ নীরব তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সকেত গোখলেকে গত ৬ ডিসেম্বর প্রথম গ্রেফতার করে গুজরাট পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান। তারপর সেই দিনই দ্বিতীয়বার সকেত গোখলেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তিনি জামিনে মুক্তি পান। সকেত এদিন বলেন, 'মাত্র চার দিনের ব্যবধানে বিজেপির নির্দেশে আমি গ্রেফতার হয়েছিলাম, জামিন পেয়েছি, আবার গ্রেফতার হয়েছি, আবার জামিন পেয়েছি।' তবে তিনি নিজের স্বাধীনতার জন্য দেশের বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেন, বিজেপি ভেবেছিল তারা যা করছে তা তাঁকে ভেঙে দেবে। বিজেপির কাজ হাস্যকর বলেও দাবি করেন তিনি। তিনি জানিয়েছেন বিজেপির এই কাজের জন্য তাঁর বিজেপি বিরোধিতা আগামী দিনে আরও বাড়বে।
সকেত গোখলে অভিযোগ করেন, অহমেদাবাদে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে তাঁকে পাঁচ দিনের নোটিশ দেওয়া হয়নি। তিনি দাবি করেছেন যে পুলিশ তাকে বলেছে যে আইবি তাকে ট্র্যাক করছে এবং সিআইএসএফকে জয়পুর বিমানবন্দরে তাকে আটকাতে বলেছে।
'একটি ভিন্ন মামলার জন্য দিল্লিতে থাকা আহমেদাবাদের পুলিশকে আমাকে গ্রেপ্তার করতে জয়পুরে ছুটে যেতে বলা হয়েছিল। অন্য কারও করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছিল। মজার ব্যাপার হল সেই ব্যক্তিটি কে তা পুলিশের কাছে কোনও ধারণা নেই', তেমনই জানিয়েছেন সকেত।
গত ১ ডিসেম্বর গোখলে একটি সংবাদ ক্লিপিং শেযার করেছিলেন। সেখানে তথ্যের অধিকারের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে মোরবি ব্রিজ ভেঙে পড়ার পরে সেই স্থানে মোদীর সফরের জন্য তিরিশ কোটি টাকা খরচ করা হয়েছিল। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো দাবি করেছে এই তথ্যটি ভুয়ো। যাইহোক গোখলে একটি গুজরাটি সংবাদপত্রের ক্লিপিং টুইট করেছিলেন। প্রধানমন্ত্রীও ১ ডিসেম্বর মোরবি সফরে গিয়েছিলেন। এই এলাকা পরিদর্শন করেছিলেন, হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছিলেন।
সেই প্রসঙ্গে গোখলে এদিন বলেন, গুজরাট পুলিশের মূল উদ্দেশ্যই ছিল তাঁকে টার্গেট করে জেলে বন্দি করে রাখা। 'মোদী-শাহর পাঠ্যপুস্তকেই উত্তর প্রদেশ আর গুজরাট চলছে।' এমনটাই কটাক্ষ করেন তিনি। তিনি আরও বলেন, একটি সাধারণ টুইট করার জন্য তাঁকে তিন দিনের মধ্যে দুইবার গ্রেফতার করা হয়েছে। কুন্তু মোরবির ব্রিজ পরিচর্যার দায়িত্বে থাকা ওরেভা কর্তৃপক্ষ বা সংস্থার মালিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। অথচ এই ব্রিজ ভেঙে ১৩৫ জন মানুষের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুনঃ
হাসিনা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা, বিরোধী ৭ সাংসদের পদত্যাগ
মনদৌসের বলি ৪ সাধারণ মানুষ, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়