রাজধানীতে ‘লোটাস অপারেশন’ ব্যর্থ। বিজেপির বিরুদ্ধে দিল্লি বিধানসভায় শক্তি কায়েম রাখতে সফল হলেন অরবিন্দ কেজরীওয়াল।
রাজধানীতে ‘লোটাস অপারেশন’ ব্যর্থ। বিজেপির বিরুদ্ধে দিল্লি বিধানসভায় শক্তি কায়েম রাখতে সফল হলেন অরবিন্দ কেজরীওয়াল। আস্থাভোটে জয়ী হল আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরীওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
বিজেপির বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর অভিযোগ তুলে দিল্লির রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন কেজরীওয়াল। তাঁর দলকে ভাঙার জন্য বিজেপি প্রায় ৮০০ কোটি টাকা নিয়ে লক্ষ্যপূরণে নেমেছিল বলে অভিযোগ করেছেন আপ প্রধান। কেজরীওয়ালের দাবি, দিল্লিতে ব্যর্থ হয়েছে ‘অপারেশন লোটাস’। তাঁর এক জন বিধায়ককেও বিজেপি পদ্মশিবিরে যোগ দেওয়াতে পারেনি বলে কটাক্ষ তাঁর। দলের বিধায়করা তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দিয়েছিলেন কেজরী। আস্থাভোটের প্রস্তাব পাশ হওয়ার পর গেরুয়া শিবিরকে নিশানা করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘দিল্লিতে এক জনও আপ বিধায়ককে কিনতে ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে। তাঁদের মধ্যে ২জন দেশের বাইরে। এক জন জেলে রয়েছেন।’’
সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই ঘটনাপ্রবাহের মধ্যেই শিশোদিয়া দাবি করেছিলেন যে, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও টুইটারে প্রকাশ্যে ঘোষণা করে লিখেছিলেন উপমুখ্যমন্ত্রী। তাঁর পর কেজরীও বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ জানিয়ে সরব হন। এর পরেই আস্থাভোটের ডাক দেওয়া হয়।
যদিও বিজেপির পাল্টা অভিযোগ, আবগারি নীতিতে দুর্নীতির ঘটনা থেকে নজর ঘোরাতেই বিধানসভায় ‘নাটক’ করছে আপ।
আরও পড়ুন-
পর্তুগালে হাসপাতালের হয়রানিতে প্রাণ গেল ভারতীয় প্রসূতির, পদত্যাগ করলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী মার্তা
মিমি, জুন, সায়নীদের নিয়ে বিতর্কিত মন্তব্য! শ্রীকান্তকে ক্ষমা চাওয়ার আদেশ দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পাক বধের ক্ষণে জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার জয় শাহ-র! ভাইরাল ভিডিও-তে চরম বিতর্ক