'মিথ্যা রটাচ্ছেন', সিবিআই-এর তলব পেয়েই গর্জে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

শনিবার সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে একহাত নিলেন অরবিন্দ কেজরিওয়াল।

'তদন্তকারী এজেন্সিগুলি মিথ্যা রটাচ্ছে', সিবিআই-এর তলবের পরই ফুঁসে উঠলেন কেজরিওয়াল। সিবিআই ও ইডির অপব্যবহার করা হচ্ছে বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। শনিবার সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে একহাত নিলেন অরবিন্দ কেজরিওয়াল। এমনকী ধৃতদের চাপ দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে বলে দাবি করেন তিনি। দিল্লির আবগারি মামলায় ধৃতদের উপর নর্যাতন করারও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি মোদী সরকারকেও দুষলেন তিনি। কেজরিওয়ালের কথায়, 'সিবিআই এবং ইডি-কে বিরোধীদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে।' পাশাপাশি তিনি আরও বলেন,'তদন্তকারী এজেন্সিগুলি মিথ্যা রটাচ্ছে। ১৪টি ফোন ভেঙে ফেলা হয়েছে। ধৃতদের চাপ দিয়ে মিথ্যা বলতে বাধ্য করা হচ্ছে।' শুধু তাই নয় ধৃতদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কেজরিওয়াল। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'এতদিন ধরে তদন্ত করেও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেআইনি টাকা খুঁজে বের করা যায়নি। যখন এক টাকাও উদ্ধার হল না, তখন বলা হল বেআইনি টাকা নাকি গোয়া বিধানসভা নির্বাচনে খরচ করা হয়েছে। কী প্রমাণ রয়েছে তার? আমাদের সমস্ত টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করা হয় এক পয়সাও খুঁজে দেখাক।' সরাসরি প্রধানমন্ত্রীকেও তোপ দাগেন তিনি। কেজরিওয়াল বলেন,'আমি যদি কোনও রকম প্রমাণ ছাড়াই দাবি করি, আমি প্রধানমন্ত্রীকে এক হাজার কোটি টাকা দিয়েছি। তবে কি তাঁকেও গ্রেফতার করা হবে?' আদালতে মিথ্যা প্রমাণ পেশ করার দাবিতে ইডি সিবিআই-এর বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়ের করার কথাও বললেন তিনি।

Latest Videos

আবগারি মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে তলব জাতীয় তদন্তকারী সংস্থার। আগামী ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করল সিবিআই। উল্লেখ্য এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আদালতের নির্দেশে আপাতত জেলবন্দি সিসোদিয়া। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকেই তলব করল সিবিআই। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার সাংবাদিকদের সামনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (FIR)-এর কাগজ নাড়িয়ে বিজেপির দাবিকে পুরোপুরি ঝেড়ে ফেলে দিলেন মন্ত্রী মনীশ শিশোদিয়া। এফআইআর পেপার থেকে একের পর এক লাইন উদ্ধৃত করে বিরোধীদের চুপ করিয়ে দিলেন তিনি।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন