পিছনে পড়ে রইল জাপান, এশিয়া পাওয়ার ইনডেক্সে তৃতীয় স্থানে উঠে এল ভারত

২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করেছে ভারত। এবার এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত।

এশিয়া পাওয়ার ইনডেক্সে জাপানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এল ভারত। অস্ট্রেলিয়ার সিডনির লোয়ি ইনস্টিটিউট এবারের এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকাশ করেছে। নামে এশিয়া পাওয়ার ইনডেক্স হলেও, শুধু এশিয়ার দেশগুলিকে নিয়ে উন্নতির মাপকাঠি ঠিক করা হয়নি। সারা বিশ্বের ২৭টি দেশের মধ্যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে। ৮১.৭ স্কোর করে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ৭২.৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে চিন। তৃতীয় স্থানে থাকা ভারতের স্কোর ৩৯.১। ৩৮.৯ স্কোর নিয়ে ভারতের পিছনে চতুর্থ স্থানে জাপান। সিডনির সংস্থার বিচারে ৩১.৯ স্কোর করেছে অস্ট্রেলিয়া। রাশিয়ার স্কোর ৩১.১। বাহ্যিক পরিবেশ গঠনের ক্ষেত্রে দেশগুলির ক্ষমতা বিচার করেই এশিয়া পাওয়ার ইনডেক্সের ক্রমতালিকা ঠিক করা হয়েছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে রাশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত দেশগুলির ক্ষমতা বিচার করা হয়েছে।

আর্থিক উন্নতি ভারতের

Latest Videos

২০১৯ সালের শেষদিকে করোনাভাইরাস অতিমারী শুরু হয়। ভারতে অতিমারী বড় আকার ধারণ করে ২০২০ সালের মার্চের পর থেকে। তা সত্ত্বেও গত কয়েক বছরে আর্থিক উন্নতি করেছে ভারত। এই কারণেই জাপানকে পিছনে ফেলে দিয়েছে ভারত।

ভবিষ্যতে আরও উন্নতির ইঙ্গিত ভারতের

লোয়ি ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক উন্নতি, ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা, কূটনৈতিক প্রভাবের মতো বিষয়গুলির জন্যই ভারতের উন্নতি হচ্ছে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, ভারতের যে সম্পদ রয়েছে, তাতে আরও উন্নতি হতে পারত। অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করোনা অতিমারীর পর চমকপ্রদ উন্নতি করেছে ভারত। অতিমারীর ফলে যে আর্থিক ক্ষতি হয়েছিল, তা সামাল দিতে পেরেছে ভারত। ভারতের আর্থিক সক্ষমতার ক্ষেত্রে ৪.২ দশমিক উন্নতি হয়েছে। ভারতের বিশাল জনসংখ্যা এবং জিডিপি-র ক্ষেত্রে উন্নতি এই দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Economic Survey: মোদী শাসনের অধীনে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত, দেখে নিন অর্থনৈতিক সমীক্ষা

S Gurumurthyর ব্যাখ্যায় মোদী সরকারের শ্বেতপত্র বনাম কালো টিকা, দুই সরকারের অর্থনীতি বিশ্লেষণ

Startup India: মহিলাদের ক্ষমতায়ণে এগিয়ে স্টার্টআপ, বদলাচ্ছে ভারতের অর্থনীতি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury