প্রথম মালয়লম সংবাদমাধ্যম হিসেবে ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার, ইতিহাস এশিয়ানেটের

Published : Oct 14, 2024, 03:00 PM ISTUpdated : Oct 14, 2024, 03:39 PM IST
YouTube

সংক্ষিপ্ত

মালয়লম সংবাদমাধ্যমগুলির মধ্যে অন্যতম সেরা এশিয়ানেট নিউজ। অন্য ভাষাগুলিতেও দখল নিচ্ছে এশিয়ানেট নিউজ। তবে সবচেয়ে এগিয়ে মালয়লম মাধ্যম।

মালয়লম সংবাদমাধ্যমগুলির মধ্যে সবাইকে পিছনে ফেলে দিল এশিয়ানেট নিউজ। মালয়লম ভাষার প্রথম সংবাদমাধ্যম হিসেবে ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ইতিহাস গড়ল এশিয়ানেট নিউজ। ডিজিট্যাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে চলেছে এশিয়ানেট নিউজ। এবার ইউটিউবেও নতুন সাফল্য পেল মালয়লম ভাষার সফলতম সংবাদমাধ্যম। ইউটিউবের পাশাপাশি অন্যান্য ডিজিট্যাল প্ল্যাটফর্মেও সাফল্য পাচ্ছে এশিয়ানেট নিউজ। ফেসবুকে এশিয়ানেট নিউজের ফলোয়ার সংখ্যা ৬ মিলিয়নেরও বেশি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। সারা বিশ্বে মালয়লম ভাষাভাষীদের মধ্যে এশিয়ানেট নিউজের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

দেড় দশকের সফল পথ চলা

২০০৮ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে এশিয়ানেট নিউজ। শুরু থেকেই সাফল্য পাওয়া শুরু হয়। এক দশকের মধ্যেই মালয়লম ভাষাভাষীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়নে পৌঁছে যায়। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে হয় ২.৫ মিলিয়ন। ২০২০ সালের এপ্রিলে সাবস্ক্রাইবার হয়ে যায় ৪ মিলিয়ন। ২০২১ সালের জানুয়ারিতে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে হয় ৫ মিলিয়ন। এরপর সাড়ে তিন বছরের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা ৯ মিলিয়নে পৌঁছে যায়। এর কয়েক মাসের মধ্যেই সাবস্ক্রাইবার ১০ মিলিয়নে পৌঁছে গেল।

প্রতিযোগীদের চেয়ে অনেক এগিয়ে এশিয়ানেট নিউজ

মালয়লম সংবাদমাধ্যম হিসেবে সবদিক থেকেই বাকিদের পিছনে ফেলে দিয়েছে এশিয়ানেট নিউজ। খবরের মান, দ্রুত খবর পরিবেশন, মানুষের চাহিদা অনুযায়ী খবর পরিবেশন এবং দ্রুত বদলে যাওয়া পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্যই এশিয়ানেট নিউজ এত উন্নতি করতে পেরেছে। একের পর এক নজির গড়ে চলেছে এশিয়ানেট নিউজ। দর্শকরা যাতে সব খবর পেয়ে যান, তার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo