নিজের মা-কে লাঠি দিয়ে বেধড়ক মার, অসমের ব্যক্তির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন প্রতিবেশীরা

বাড়ির বাইরে নিজের বৃদ্ধা মা-কে লাঠি দিয়ে মারতে মারতে প্রায় আধমরা করে দিচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই তৎপর হল পুলিশ।

মায়ের ওপর অমানবিক অত্যাচার, প্রতিবেশী তৎপরতায় নৃশংস ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে অসম রাজ্যে। নিজের বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করছিলেন এক ব্যক্তি, হু হু করে সেই অমানবিকতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সক্রিয় হয় পুলিশ। সোমবার গুয়াহাটি থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বয়স্ক মা-কে চরম লাঞ্ছনা করতে দেখা গিয়েছে বলে জানিয়েছে অসম পুলিশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ব্যক্তির এক প্রতিবেশীর দ্বারা। দেখা গেছে যে, লোকটি নিজের বৃদ্ধা মা-কে একটি লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করে চলেছেন। অশীতিপর বৃদ্ধা হাত জোড় করে ক্রমাগত নিজের ছেলের কাছে মারধর বন্ধ করার জন্য অনুরোধ করে যাচ্ছেন। এই চূড়ান্ত অমানবিক, ঘৃণ্য এবং লজ্জাজনক ঘটনার নিন্দায় ফেটে পড়েছেন নেটিজেনরা।

Latest Videos

ভিডিওটি অতি দ্রুত পুলিশের হাতে গিয়ে পৌঁছয়। এরপরেই, তৎপর হয় নিরাপত্তা বিভাগ। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, দিসপুর থানার একটি দল তৎক্ষণাৎ হেংরাবাড়ি এলাকায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছয় এবং তাঁকে আটক করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশকর্তা জানিয়েছেন, আমরা ওই ব্যক্তিকে আটক করেছি এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা চলছে।

তবে, শুধু ওই একটি দিন লাঠি দিয়ে মারধর করাতেই শেষ নয়। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রচণ্ড গরমকালে তপ্ত রোদ্দুরের মধ্যে ওই ব্যক্তি নিজের মাকে বাড়ির উঠোনে বেঁধে রাখতেন। একাধিকবার মায়ের গায়ে ফুটন্ত গরম জল এনেও ঢেলে দিতেন তিনি। এই বিষয়ে পুলিশ কর্মকর্তার বক্তব্য, “আমরা এখনও বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারিনি। সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”

আরও পড়ুন-

Government Teachers: রাজ্য সরকারি শিক্ষকদের জন্য নয়া নিয়ম, শিক্ষানীতিতে এল বড় বদল
Weather News: ভারী বর্ষণের সাথে ঝোড়ো হাওয়ার তাণ্ডব! বৃষ্টি থামবে কবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?

Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral