বন্ধ হল কোভিশিল্ড। সারা বিশ্বে বন্ধ করা হয়েছে করোনার এই ভ্যাকসিন!
বন্ধ হল কোভিশিল্ড। সারা বিশ্বে বন্ধ করা হয়েছে করোনার এই ভ্যাকসিন। কিছুদিন আগেই এই ভ্যাকসিনের একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা প্রকাশ্যে আসে। এই ভ্যাকসিনের বহু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা স্বীকারও করে অ্যাস্ট্রাজেনেকা নামের ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থাটি।
এবার এই টিকা তুলে নেওয়ার ঘোষণা করল অ্যাস্ট্রাজেনেকা। এই টিকা যৌথ ভাবে তৈরি করে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
তবে ভ্যাকসিন তোলার জন্য পার্শ্বপ্রতিক্রিয়া দায়ি এমনটা বলেনি এই সংস্থাটি। অ্যাস্ট্রোজেনেকার মতে, এই ভ্যাকসিনের বিশ্ব জুড়ে এখন তেমন কোনও চাহিদা নেই। নতুন নতুন ভাইরাসের জন্য পুরান ভ্যাকসিনের বিকল্প প্রস্তুত হচ্ছে তাই তুলে নেওয়া হবে কোভিশিল্ড।
প্রসঙ্গত বেশ কিছুদিন আগে অ্যাস্ট্রোজেনেকার নামে ১০০ মিলিয়ন পাউন্ডের একটি মামলা করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে একাধিক মৃত্যু ও পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ানে এই ভ্যাকসিন তুলে নেওয়া হয়েছে এ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও এই টিকা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। ভারতে এটি তৈরি করেন পুনের সেরাম ইনস্টিটিউট। ভারতেও আর মিলবে না এই ভ্যাকসিন।