ATM থেকে LPG- ১ মে থেকেই বদল যাচ্ছে নিয়ম, আগেভাগে জানেনিলে কমতে পারে আর্থিক ক্ষতি
কিছু কিছু পরিষেবা অত্যন্ত দামি হচ্ছে আর সেই কারণে চাপ বাড়তে পারে দেশের মধ্যবিত্ত আর নিম্নবিত্ত নাগরিকদের ওপর। দেখুন কী কী পরিষেবা বদ ল হবে।

মে মাসে নতুন নিয়ম
মে মাস থেকেই বদল যাচ্ছে কয়েক নিয়ম। ATM থেকে LPG চালু হচ্ছে নতুন নিয়ম।
মে মাসে পরিবর্তন
মে মাসে যেসব ক্ষেত্র বদল হবে সেগুলির তালিকায় রয়েছে, ব্যাঙ্কিং, এটিএমস রেলওয়ে। সংশ্লিষ্টগুলি আরও ব্য়য়বহুল হবে।
চাপ বাড়বে নাগরিকদের ওপর
কিছু কিছু পরিষেবা অত্যন্ত দামি হচ্ছে আর সেই কারণে চাপ বাড়তে পারে দেশের মধ্যবিত্ত আর নিম্নবিত্ত নাগরিকদের ওপর। দেখুন কী কী পরিষেবা বদ ল হবে।
গ্যাস সিলিন্ডার
তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। তাই মে মাসে রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে। যদিও ইতিমধ্যেই ঘরোয়া রান্নার গ্যাস মোদী সরকার ৫০ টাকা করে বাড়িয়ে ছিল।
ATM পরিষেবা
এটিএম সম্পর্কিত নিয়মেও বড় পরিবর্তন আনতে চলছে সরকার। এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি করা হবে পারে। আরবিআই ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে।
নতুন নিয়ম
১ মে থেকে, যদি কোনও ব্যবহারকারী হোম নেটওয়ার্কের বাইরের কোনও মেশিন থেকে লেনদেন করেন, তাহলে তাঁকে একটি ফি দিতে হবে। ব্যালেন্স চেক করার সময়ও এই নিয়ম প্রযোজ্য হবে। এখন নগদ উত্তোলনের জন্য ১৭ টাকার পরিবর্তে ১৯ টাকা ফি দিতে হবে।
এক রাজ্য এক আরআরবি
১ মে থেকে এক রাজ্য-এক আরআরবি নিয়ম কার্যকর হতে চলেছে। এর আওতায়, ১১টি রাজ্যের ১৫টি গ্রামীণ ব্যাঙ্ক একীভূত করা হবে। আরআরবি-র সংখ্যা ৪৩ থেকে কমে ২৮ হবে।
সেভিংস অ্যাকাউন্ট
রেপো রেট কমানোর পর, অনেক ব্যাঙ্ক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন করা হয়েছে।
ফিক্সড ডিপোজিট
ফিক্সড ডিপোজিট সুদের হার পরিবর্তন করেছে।
রেলের টিকিট বুকিং
রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করেছে। স্লিপার এবং এসি কোচে আর অপেক্ষার টিকিট বৈধ থাকবে না, এটি কেবল সাধারণ কোচে বৈধ হবে।
অগ্রিম রিজার্ভেশনের সময়কল
১ মে থেকে অগ্রিম রিজার্ভেশনের সময়কালেরও বদল হচ্ছে। ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হচ্ছে। তিনটি ক্ষেত্রে প্রধান ফি বাড়বে।
কার্যকর
এই নতুন নিয়ম ১ মে থেকে কার্যকর হবে।

