ফের সাধারণ মানুষের ওপর বাড়ছে চাপ। এবার ATM ব্যবহারেও বাড়ছে খরচ।
210
সদ্য নতুন সিদ্ধান্ত নিল আরবিআই। এবার থেকে পরিবর্তন হতে চলেছে ATM ব্যবহারের নিয়ম।
310
বাড়তি টাকা গুণতে হবে ATM ব্যবহার করতে গেলে। তেমনই নতুন নিয়ম না মানলে হতে পারে ভোগান্তি।
410
সদ্য একাধিক চার্জ বদল হয়েছে ATM ব্যবহারে। আগের থেকে বেশি পরিমাণ টাকা গুণতে হবে।
510
বিনামূল্যে এটিএম লেনদেন শেষ হওয়ার পরে প্রতি উত্তোলনে ১৯ টাকা করে কাটা হবে। যা ছিল ১৭ টাকা।
610
বিনামূল্যে ব্যালেন্স অনুসন্ধান করার সীমা পার করার পর যদি আবার অনুসন্ধান করেন তাহলে ৭ টাকা করে কাটা হবে। যা ছিল ৬ টাকা।
710
ATM রক্ষণাবেক্ষণের খরচ বাড়ল। এবার থেকে ATM রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ হিসেবে বেশি টাকা কাটা হবে।
810
ব্যাঙ্কিং লেনদেনেও চার্জ বেড়েছে। আপনি মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৫টি এবং নন মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৩টি করে লেনদেন করতে পারবেন। তার বেশি বলে দিতে হবে বাড়তি চার্জ।