ATM থেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্ক কেটে নেবে বিশেষ চার্জ, বড় সিদ্ধান্ত নিল RBI

ATM ব্যবহারে খরচ বাড়ানোর নতুন নিয়ম আনল RBI। বিনামূল্যে লেনদেনের সীমা পেরোলে গুনতে হবে বেশি টাকা। ATM রক্ষণাবেক্ষণ ও লেনদেনের চার্জও বেড়েছে।
Sayanita Chakraborty | Published : Mar 29, 2025 8:32 AM
110

ফের সাধারণ মানুষের ওপর বাড়ছে চাপ। এবার ATM ব্যবহারেও বাড়ছে খরচ।

210

সদ্য নতুন সিদ্ধান্ত নিল আরবিআই। এবার থেকে পরিবর্তন হতে চলেছে ATM ব্যবহারের নিয়ম।

310

বাড়তি টাকা গুণতে হবে ATM ব্যবহার করতে গেলে। তেমনই নতুন নিয়ম না মানলে হতে পারে ভোগান্তি।

410

সদ্য একাধিক চার্জ বদল হয়েছে ATM ব্যবহারে। আগের থেকে বেশি পরিমাণ টাকা গুণতে হবে।

510

বিনামূল্যে এটিএম লেনদেন শেষ হওয়ার পরে প্রতি উত্তোলনে ১৯ টাকা করে কাটা হবে। যা ছিল ১৭ টাকা।

610

বিনামূল্যে ব্যালেন্স অনুসন্ধান করার সীমা পার করার পর যদি আবার অনুসন্ধান করেন তাহলে ৭ টাকা করে কাটা হবে। যা ছিল ৬ টাকা।

710

ATM রক্ষণাবেক্ষণের খরচ বাড়ল। এবার থেকে ATM রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ হিসেবে বেশি টাকা কাটা হবে।

810

ব্যাঙ্কিং লেনদেনেও চার্জ বেড়েছে। আপনি মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৫টি এবং নন মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৩টি করে লেনদেন করতে পারবেন। তার বেশি বলে দিতে হবে বাড়তি চার্জ।

910

এবার থেকে মেনে চলুন এই নিয়ম।

1010

শীঘ্রই কার্যকর হবে ATM -র ব্যবহারের নতুন নিয়ম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos