ATM Charges: এটিএম থেকে টাকা তুললেই দিতে হবে ২৩ টাকা! ১ মে থেকে চালু নতুন নিয়ম

Published : Mar 29, 2025, 01:24 AM IST

ATM Usage: যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের বা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার সীমা আছে। প্রতি মাসে নির্দিষ্ট সীমার চেয়ে বেশিবার টাকা তুললে চার্জ দিতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ম চালু করেছে।

PREV
14
এটিএম থেকে বেশিবার টাকা তোলার বদলে দেশবাসীকে অনলাইনে পেমেন্টের বিষয়ে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার

ATM Charges: কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউপিআই-এর মাধ্যমে এখন সহজেই টাকা পাঠানো যায়।

24
প্রতি মাসে নির্দিষ্ট সীমার চেয়ে বেশিবার এটিএম থেকে টাকা তুললে চার্জ দিতে হয়

ডিজিটাল লেনদেন বাড়লেও, মানুষের হাতে নগদ টাকার প্রয়োজন থেকেই যাচ্ছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিজের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫ বার টাকা তুললে কোনও চার্জ লাগে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়িয়েছে। আগে ৫ বারের বেশি টাকা তুললে ২১ টাকা চার্জ লাগত, এখন লাগবে ২৩ টাকা। এই নিয়ম মে মাসের ১ তারিখ থেকে চালু হবে।

34
প্রতি মাসে ৫ বার হোম এটিএম থেকে অতিরিক্ত চার্জ ছাড়া টাকা তোলা যায়

মে মাসের ১ তারিখ থেকে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বারের বেশি টাকা তুললে ২৩ টাকা চার্জ লাগবে। মাসে ৫ বার পর্যন্ত টাকা তোলা যাবে বিনামূল্যে।

44
অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বারবার টাকা তুলতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হবে

অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মেট্রো শহরে ৩ বার বিনামূল্যে টাকা তোলা যায়। এর বেশি তুললে ২৩ টাকা চার্জ লাগবে। রুরাল শহরে ৫ বার পর্যন্ত বিনামূল্যে তোলা যায়।

click me!

Recommended Stories