DA-এর সঙ্গে সারকারি কর্মীদের জন্য আরও সুখবর, হাতে পেতে পারেন HRA বাবদ মোটা অঙ্কের টাকা

Published : Mar 28, 2025, 04:24 PM IST

DA HAR Update: শুধু ডিএ নয়, এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএর সঙ্গে বাড়িতি টাকা হাতে পেতে পারেন এইতআরএ বাবদ। 

PREV
110
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। মার্চের শেষেই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র।

210
ডিএর সঙ্গেই সুখবর

শুধু ডিএ নয়, এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএর সঙ্গে বাড়িতি টাকা হাতে পেতে পারেন এইতআরএ বাবদ।

410
মোটা অঙ্কের টাকা

বাড়ি ভাড়া বাবদ কেন্দ্রের সরকারি কর্মীরা মোটা অঙ্কের টাকা পেতে পারেন।

510
সরকারি বিজ্ঞপ্তি

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে- যেহেতু হ্রাসকৃত হারে এইচআরএ নিম্ন বেতনের কর্মচারীদের জন্য যথেষ্ট নাও হতে পারে, তাই ঠিক করা হয়েছে এক্স, ওয়াই এবং জেড বিভাগের শহরগুলির জন্য এইচআরএ যথাক্রমে ৫,৪০০, ৩,৬০০ এবং ১,৮০০ টাকার কম হবে না

610
সাত লক্ষ কর্মী লাভবান

রকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই ফ্লোর রেট ১৮,০০০ টাকার ন্যূনতম বেতনের ৩০%, ২০% এবং ১০% হারে গণনা করা হয়েছে। এর ফলে লেভেল ১ থেকে লেভেল ৩-এর প্রায় সাড়ে সাত লক্ষেরও বেশি কর্মচারী লাভবান হবেন।

710
আগে যে বাড়িভাড়া পেত

যে সমস্ত শহরগুলির জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি সেই শহরগুলির (X) জন্য ৩০%, ৫ থেকে ৫০ লক্ষ শ্রেণীর (Y) জন্য ২০% এবং ৫ লক্ষের নিচে থাকা শহরগুলির (Z) জন্য ১০% হারে HRA বা বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হত।

810
সপ্তম বেতন কমিশনের সুপারিশ

সপ্তম বেতন কমিশন এর ক্ষেত্রে আসতে চলেছে বিরাট বদল। এক্ষেত্রে X-এর জন্য ২৪ শতাংশ, Y-এর জন্য ১৬ শতাংশ এবং Z শ্রেণীর শহরগুলির জন্য ৮ শতাংশ হ্রাস করার সুপারিশ করা হয়েছিল।

910
সুপারিশ

সপ্তম বেতন কমিশনের তরফে সুপারিশ করা হয়েছে যে ডিএ ৫০% অতিক্রম করলে এইচআরএ হার দুটি ধাপে বৃদ্ধি করে ২৭%, ১৮% এবং ৯% এবং ডিএ ১০০% অতিক্রম করলে ৩০%, ২০% এবং ১০% করা হবে।

1010
উপকৃত ৭ লক্ষ

সাধারণত একজন কর্মীর ম্যাট্রিক্সের ভিত্তিতেই নির্ধারিত হারে হোম রেন্ট অ্যালাওয়েন্স দেয় সরকার। এরফলে এইচআরএ পাওয়া সকল সরকারি কর্মচারী উপকৃত হবেন।

click me!

Recommended Stories