নাড্ডার উপর হামলা যেন বোলতার চাকে ঢিল - শাহ থেকে ফড়নবিশ, ফুঁসে উঠল গোটা ভারতের বিজেপি

Published : Dec 10, 2020, 05:52 PM ISTUpdated : Dec 10, 2020, 05:58 PM IST
নাড্ডার উপর হামলা যেন বোলতার চাকে ঢিল - শাহ থেকে ফড়নবিশ, ফুঁসে উঠল গোটা ভারতের বিজেপি

সংক্ষিপ্ত

ডায়মন্ডহারবারের পথে আক্রান্ত জেপি নাড্ডা। রাষ্ট্রীয় সভাপতির উপর হামলা হতেই ফুঁসে উঠল বিজেপি। গোটা ভারত থেকে সমালোচনা করলেন গেরুয়া শিবিরের নেতারা। এক নজরে দেখে নিন কে কী বললেন।

দুদিনের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এদিন ডাযমন্ড হারবারে দক্ষিণ ২৪ পরগণার নেতা-কর্মীদের নিয়ে এক বিশেষ বৈঠকে যোদ দেওয়ার কথা ছিল তাঁর। সেই ডায়মন্ড হারবার যাওয়ার পথেই শিরকোল-এর কাছে তাঁর কনভয়ে ও সঙ্গে থাকা বিজেপি নেতাদের গাড়িতে হামলা চালানো হয়। ইট-পাথর, কাচের বোতল ছোঁড়া হয়। ভেঙে যায় একাধিক গাড়ির কাচ। আর সর্বভারতীয় সভাপতি আক্রান্ত হতেই যেন বোলতার চাকে ঢিল পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যের বিজেপি নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল  সরকারের তীব্র সমালোচনা করেছেন। 

অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি

'আজ, বাংলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা'জি-র উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এই স্পনসর করা হিংসার জন্য বাংলা-র সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের কাছে জবাব দিতে হবে। তৃণমূলের শাসনে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে চলে গিয়েছে। টিএমসির শাসনামলে যেভাবে রাজনৈতিক হিংসাকে পশ্চিমবঙ্গে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী মানুষদের জন্য দুঃখজনক ও উদ্বেগজনক।'

রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

'পশ্চিমবঙ্গে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর আমি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি এবং তার কুশল সম্পর্কে জানতে পেরেছি। এই ঘটনা পশ্চিমবঙ্গে ক্রমহ্রাসমান আইন শৃঙ্খলার প্রতিচ্ছবি। গণতন্ত্রে রাজনৈতিক নেতাদের এভাবে নিশানা করাটা খুবই চিন্তার বিষয়। বিজেপি জাতীয় সভাপতির কনভয়ের উপর হামলার গুরুত্ব বিবেচনা করে, এর পুরো তদন্ত করা উচিত এবং এই ঘটনার দোষীদের খুঁজে বের করা উচিত।'

আরও পড়ুন - বিবেকানন্দর বাণী, রবীন্দ্রনাথের বাংলা কবিতা - মোদীর বক্তৃতা জুড়ে দুই বাঙালি মণিষী

আরও পড়ুন - গণতন্ত্রের মন্দিরের ভূমিপূজা করলেন প্রধানমন্ত্রী, হল সর্বধর্মের প্রার্থনা - দেখুন ছবিতে ছবিতে

আরও পড়ুন - পাক হিন্দু-খ্রিস্টান মহিলারা চিনে বিক্রি হচ্ছেন বেশ্যা হিসাবে, ফাঁস করলেন মার্কিন কুটনীতিক

ভূপেন্দ্র যাদব, সাংসদ, বিজেপির জাতীয় সম্পাদক এবং বিহার ও গুজরাত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত

'আমি পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি শ্রী জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক শ্রী কৈলাস বিজয়বর্গীয়-র কনভয়ে হামলার নিন্দা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত টিএমসির ফ্যাসিবাদের মুখে যে আমাদের সংকল্প শুধুমাত্র আরও দৃঢ় হবে।'

 

অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত

'বাংলার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয় অবরোধ ও আক্রমণ করা হয়েছে। পিসির অধীনে পশ্চিমবঙ্গ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এগুলি একজন স্নায়ুর চাপে ভোগা স্বৈরশাসকের লক্ষণ, যিনি জানেন, জনগণের ভোটে তিনি ধ্বংস হয়ে যাবেন।'

সম্বিত পাত্র, বিজেপির জাতীয় মুখপাত্র

'বাংলায় আমাদের গাড়িতে আক্রমণ (করা হয়েছে)! জানলার কাচগুলি ভেঙে গিয়েছে। শ্রী শিবপ্রকাশ জি, শ্রী সঞ্জয় ময়ুখ জি এবং আমি নিজে ওই গাড়িতে ছিলাম। আমাদের গাড়িতে থাকা এক কার্যকর্তার রক্তপাত হচ্ছে। ঈশ্বর আমাদের রক্ষা করুন!! মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি গণতন্ত্র??'

দেবেন্দ্র ফড়নবিশ, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী
 

'বিজেপি-র উপর আক্রমণ। সভাপতি মাননীয় ড. জেপি নাড্ডাজি-র কনভয় ও
কৈলাস (বিজয়বর্গীয়) জি-র গাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং এটা টিএমসির গুন্ডাবাহিনীর লজ্জাজনক কাজ! আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই কি গণতন্ত্র মমতা দিদি?'
 
প্রদীপসিং বাঘেলা, বিজেপির গুজরাতের সভাপতি

 

'প্রথমে বিজেপির কার্যকর্তাদের, এখন মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা জি-র কনভয়ে আক্রমণ করে টিএমসি সরকার নৃশংসতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। মমতা দিদি! এই পাথরের জবাব বাংলার মানুষ দেবে।'

 

PREV
click me!

Recommended Stories

উত্তর গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ড, তাইল্যান্ড থেকে আটক পলাতক দুই মালিক
কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ, SIR নিয়ে লোকসভায় একী বললেন ডিম্পল যাদব, দেখুন