- Home
- India News
- গণতন্ত্রের মন্দিরের ভূমিপূজা করলেন প্রধানমন্ত্রী, হল সর্বধর্মের প্রার্থনা - দেখুন ছবিতে ছবিতে
গণতন্ত্রের মন্দিরের ভূমিপূজা করলেন প্রধানমন্ত্রী, হল সর্বধর্মের প্রার্থনা - দেখুন ছবিতে ছবিতে
- FB
- TW
- Linkdin
নয়া সংসদ ভবন চত্ত্বরে পৌঁছেই এদিন ভূমি পূজায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুরোহিতদের নির্দেশ মতো আহুতি দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
যজ্ঞস্থল ঘিরে আসন গ্রহণ করেছছিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ।
উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা-ও। টাটা প্রজেক্টস লিমিটেড-ই নয়া সংসদ ভবন গঠনের বরাচত পেয়েছে।
উপস্থিত ছিলেন বিভিন্ন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরাও। ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের সংসদের স্পিকাররা এবং আন্তর্জাতিক সংসদীয় কমিটির প্রতিনিধিরাও।
আলাদা মঞ্চে উপস্থিত ছিলেন, বৌদ্ধ, জৈন, ইসলাম, শিখ, হিন্দু - প্রভৃতি ধর্মের প্রতিনিধিরাও।
অনুষ্ঠান স্থলে কোভিড বিধি মেনে প্রয়োজনীয় শারীরিক দূর্তব মেনেই বসেছিেলন আমন্ত্রিত অতিথিরা।
ভূমি পূজনের পর নয়া সংসদ ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
এরপর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বিভিন্ন ভাষায় প্রার্থনা করেন।
ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি মন্ত্রিসভার পক্ষ থেকে নয়া সংসদ ভবন তৈরির সিদ্ধআন্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। লিখিত ধন্যবাদ বা্র্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইডু-ও।
সবশেষে নয়া সংসদ ভবন দেশবাসীকে উৎসর্গ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নকরেন্দ্র মোদী।
রতের ৭৫তম ২০২২ সালে ভস্বাধীনতা দিবস উধযাপনের বছরেই নয়া সংসদ ভবনটি তৈরি হয়ে যাওয়ার কথা। এর জন্য খরচ পড়বে ৯৭১ কোটি টাকা।