'অযোধ্যা মডেলই চলবে গুজরাটে', কংগ্রেস কর্মীদের উৎসাহিত করতে বিজেপিকে হারানোর মন্ত্রণ রাহুল গান্ধীর

রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস গুজরাটে নতুন আন্দোলন গড়ে তুলবে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ের মরিয়া চেষ্টা করবে। রাহুল গান্ধী আরও বলেন, ' বিজেপি যেহেতু আমাদের পাটি অফিস ভেঙে দিয়েছে আমরা তাদের সরকার ভেঙে দেব।'

 

Saborni Mitra | Published : Jul 6, 2024 1:23 PM IST / Updated: Jul 06 2024, 08:04 PM IST

এক দিনের সফরে গুজরাটে গিয়ে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলার সময় জানিয়ে দেয় গেরুয়া শিবির যদি অযোধ্যায় পরাজিত হতে পারে তাহলে গুজরাতেও বিজেপিকে হারান সম্ভব। আমেদাবাদে কংগ্রেসের পার্টি অফিসে কর্মীদের উদ্দেশ্য ভাষণ দেন রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেন,'কংগ্রেসের প্রতিটি কর্মী গুজরাটে লড়াই করে বিজেপিকে পরাজিত কবে। কংগ্রেসের সাহসী কর্মী ও নেতারা বিজেপিকে পরাস্ত করবে। কেউ কী আগে ভেবেছিল অযোধ্যায় বিজেপিকে পরাস্ত করা যাবে?অযোধ্যায় বিজেপি যেভাবে হেরেছে একইভাবে বিজেপি হারবে গুজরাটে। ' তিনি আরও বলেন, গুজরাটের মানুষ যদি নির্ভয়ে কংগ্রেসের পাশে দাঁড়ায় তাহলে বিজেপির হার অনিবার্য।

রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস গুজরাটে নতুন আন্দোলন গড়ে তুলবে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ের মরিয়া চেষ্টা করবে। রাহুল গান্ধী আরও বলেন, ' বিজেপি যেহেতু আমাদের পাটি অফিস ভেঙে দিয়েছে আমরা তাদের সরকার ভেঙে দেব।' রাহুল গান্ধী আরও বলেন, 'ভয় পাবেন না। ভয় দেখাবেন না। আমরা তাদের একটি শিক্ষা দেব।'

Latest Videos

এদিনের ভাষণে রাহুল গান্ধী শুধু যে বিজেপির সমালোচনা করেছেন তা নয়, তিনি কংগ্রেসের ভুলত্রুটি গুলিও তুলে ধরেন। বলেন, 'গুজরাটে কংগ্রেসের মধ্যে কোন ও সমস্যা নেই বলাটা সঠিক নয়। নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে হবে।' রাহুল গান্ধী অযোধ্যার কথা তুলে ধরে বলেন, একটি মন্দির তৈরি করার জন্য মানুষের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। তাদের দোকান বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত অনেক মানুষকে ক্ষতিপুরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য কৃষকদের জমি নেওয়া হয়েছিল। তারও ক্ষতিপুরণ দেওয়া হয়নি। সেই কারণেই অযোধ্যার মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। তিনি বলেন, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অযোধ্যার কোনও মানুষ উপস্থিত ছিল না। তিনি বলেও অযোধ্যাকে কেন্দ্র করে লালকৃষ্ণ আডবানী যে আন্দোলন শুরু করেছিলেন তা ভারত জোটের কাছে পরাজিত হয়েছিল।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কুলতলিতে ধুন্ধুমার, ভাঙচুর করা হল থানা, জ্বালানো হল বাইক, কেন এই পরিস্থিতি? Kultali Incident
মীনাক্ষীকে কুলতলি যেতে বাঁধা, তুমুল ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে | Minakshi Mukherjee
শেষমেশ কাটলো আশঙ্কা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন Govinda! ধন্যবাদ জানালেন ডাক্তার ও ভক্তদের | Govinda
আক্রান্ত জুনিয়র ডাক্তাররা! ফের কর্মবিরতি প্রত্যাহার! দেওয়া হলো ২৪ ঘণ্টা আল্টিমেটাম! | RG Kar Protest
তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar