অন্ধকারে হাজার হাজার পড়ুয়া, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিট-ইউজির কাউন্সেলিং

Published : Jul 06, 2024, 02:49 PM IST
NEET

সংক্ষিপ্ত

অন্ধকারে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং।

অন্ধকারে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং।

প্রসঙ্গত, শনিবার থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে দেওয়ার ফলে, ফের কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, নিট ইউজি সংক্রান্ত বেশ কিছু পিটিশন ইতিমধ্যেই জমা পড়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী ৮ জুলাই সেই মামলাগুলির শুনানি হওয়ার কথা। সেই পিটিশনগুলিতে রয়েছে পেপার লিকের অভিযোগ, সম্পূর্ণ পরীক্ষা বাতিলের আর্জি এবং এনটিএ পরিচালিত পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কিত তদন্ত ইত্যাদি।

ইতিমধ্যেই ইউজিসি নিট, নেট, নিট পিজি সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আশ্বাস দিয়েছেন, “যারা আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।”

এদিকে, নিট বাতিলের দাবিতে ইতিমধ্যেই বিরোধীরা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি, চাপের মুখে সরিয়ে দেওয়া হয়েছে এনটিএ-র ডিজিকেও। আর এই নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করছে সিবিআই।

নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির মূল মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়াকে সিবিআই এখনও গ্রেপ্তার করতে পারেনি। এই ইস্যুতে ইতিমধ্যেই সংসদে তোলপাড় শুরু করে দিয়েছেন বিরোধীরা।

অন্যদিকে, কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে, কীভাবে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই এবার থেকে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারতে আফগান স্বাস্থ্যমন্ত্রী, পাকিস্তানের থেকে মুখ ঘোরানো আফগানিস্তানের সুসম্পর্কে জোর
ছবিতে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইথিওপিয়া সফর, রইল মোদীর ঠাসা কর্মসূচি