অযোধ্যায় রামমন্দির অভিষেক অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি।
শুভ অনুষ্ঠানের আগে ফুল দিয়ে সাজানো হল রাম মন্দিরের গেট।
রাম নগরী অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ভিভিআইপিদের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রতিটি কোণে প্রশাসনের টহলদারি রয়েছে। ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
তার আগে ৩০০ জন কারিগরের অসামান্য দক্ষতায় ফুলে ফুলে সেজে উঠল রাম মন্দিরের গেট।
সীতাপুর, লখিমপুর, বাহরাইচ এবং দিল্লি বুলন্দশহর থেকে এসেছেন এই সমস্ত শিল্পীরা।
সাধু এবং অন্যান্য অতিথিরা রাম মন্দিরে প্রবেশ করবেন ৩ নম্বর গেট দিয়ে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, বারাণসী, কলকাতা থেকে এসেছে এইসমস্ত ফুল।
৫০ টন গাঁদা ফুল এসেছে কলকাতা থেকে। অর্কিড এসেছে থাইল্যান্ড এবং ড্রাকেনা ফুল এসেছে অস্ট্রেলিয়া থেকে।
দিল্লি থেকে এসেছে ৫ লক্ষ জারবেরা ফুল। এই ফুলগুলি অন্তত এক সপ্তাহ ধরে শুকিয়ে যাবে না।