রামমন্দির নির্মাণে হাত লাগান মুসলিমরাও, অতীতের কচকচি ভুলতে চান ভাগবৎ

  • অযোধ্যার জমি বিতর্ক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট
  • এই রায়কে স্বাগত জানাল আরএসএস
  • এবার অতীত বিতর্ক ভুলতে চান মোহন ভাগবৎ
  • তিনি বলেছেন  হিন্দু-মুসলিম একসঙ্গেই মন্দির নির্মাণে করুক

amartya lahiri | Published : Nov 9, 2019 8:38 AM IST

অযোধ্যার জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্ট রায় অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা দিয়েছে রামলালা-কে। স্বাভাবিকভাবেই এই রায়-কে স্বাগত জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ। এবার অতীতের বিবাদ ভুলে হিন্দু-মুসলিম সবাই মিলেই রামমন্দির নির্মাণে হাত লাগান এমনটাই চাইছেন তিনি।

এদিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার পর মোহন ভাগবৎ এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান, আরএসএস পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। এই রায় মানুষের আবেগ, ও বিশ্বাসের প্রতি ন্যায় বিচার। দীর্ঘ কয়েক দশক ধরে চলার পর অবশেষে এই মামলা সঠিক সমাধানে পৌঁছেছে বলেই জানান তিনি। সমাজে শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার জন্য সকলের প্রয়াসকেও তিনি স্বাগত জানান।

শুধু তাই নয়, এদিন মোহন ভাগবৎ দাবি করেন রামমন্দির নির্মাণ আন্দোলনে আরএসএস কোনওদিনই ছিল না। মন্দির নয়, তাঁরা মানুষ গড়ার কাজ করেন। কিন্তু কিছু লোক এই মামলার সঙ্গে আরএসএস-এর নাম জড়িয়ে দিয়েছিল। তবে অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির হোক এটা আরএসএস সবসময়ই চেয়েছিল। 

Share this article
click me!