মিলবে না DA সহ কোনও সুবিধা? হঠাৎ এমন কেন জানাল কেন্দ্র সরকার? দুসংবাদ সরকারি কর্মীদের জন্য!

Published : Jun 10, 2025, 04:53 PM IST

সরকারি কর্মীরা নাকি আর মহার্ঘ্য ভাতা বৃদ্ধি বা ভবিষ্যতের বেতন কমিশনের সুবিধা পাবেন না, যার মধ্যে অষ্টম বেতন কমিশনও অন্তর্ভুক্ত। ২০২৫ সালের অর্থ আইনে এই পরিবর্তন আনা হচ্ছে। সত্যিই কি তাই? অবশেষে এবার এই নিয়ে মুখ খুলল খোদ কেন্দ্রীয় সরকার।

PREV
111

ডিএ (DA) থেকে শুরু করে নতুন পে কমিশন এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরা?

211

বর্তমানে এমনই খবরে রাতের ঘুম উড়েছে অনেকের। একাধিক জায়গায় দাবি করা হয়েছে যে নতুন নিয়মের অধীনে, পেনশনভোগীরা আর মহার্ঘ্য ভাতা বৃদ্ধি বা ভবিষ্যতের বেতন কমিশনের সুবিধা পাবেন না, যার মধ্যে অষ্টম বেতন কমিশনও অন্তর্ভুক্ত।

411

সত্যিই কি তাই? অবশেষে এবার এই নিয়ে মুখ খুলল খোদ কেন্দ্রীয় সরকার।

511

সুবিধা থেকে বঞ্চিত হবেন অবসরপ্রাপ্ত কর্মীরা?

আসলে ভাইরাল হওয়া হোয়াটস অ্যাপ মেসেজে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের অর্থ আইনের অংশ হিসেবে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

611

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (সিসিএস) নিয়মের ৩৭ নম্বর ধারার সংশোধন করা হয়েছে।

711

আর সেই ধারা অনুযায়ী, অসদাচরণের জন্য যদি কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীকে বরখাস্ত করা হয়, তাহলে তাঁকে অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

811

২% DA বৃদ্ধির ঘোষণা

কেন্দ্রীয় সরকার এপ্রিল মাসে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল।

911

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের সাথে মার্চ মাসের বর্ধিত বেতন দেওয়া হয়েছিল। এখন সকলে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

1011

আগামী দিনে আরো এক দফায় মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার বলে খবর।

1111

অর্থাৎ যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকার সাফ সাফ জানিয়ে দিয়েছে অর্থাৎ কেউ কোনও সুবিধা থেকে আগামী দিনে বঞ্চিত হবেন না।

Read more Photos on
click me!

Recommended Stories