পড়তে চান 'ভূত বিদ্যা', সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

Published : Dec 27, 2019, 08:49 AM ISTUpdated : Dec 27, 2019, 10:46 AM IST
পড়তে চান 'ভূত বিদ্যা', সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

সংক্ষিপ্ত

বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে 'ভূত বিদ্যা'  'ভূত বিদ্যা'-র কোর্সটি করতে সময় লাগবে ৬ মাস কোর্স শেষে মিলবে সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ ফ্যাকাল্টিরা ক্লাস নেবেন

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। সেখানেই এবার পড়ানো হবে একটি বিশেষ কোর্স, যার নাম ভূত বিদ্যা। ছয় মাসের কোর্স শেষে মিলবে সার্টিফিকেটও। 

মূলত চিকিৎসকদের জন্যই থাকছে এই কোর্সটির সুযোগ।  ভূত দেখেছেন বা ভূতে ভর করেছে বলে অনেকেই দাবি করে থাকেন। তাঁদের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত তাই শেখানো হবে এই বিশেষ কোর্সে। ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিষয়ক ফ্যাকাল্টিরাই।

আরও পড়ুন : কাজাখস্তানে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবন্দরের কাছেই শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

সাইকোসোমেটিক ব্যাধিগুলিকে  নজরে রেখেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পৃথক একটি ইউনিট খোলা হচ্ছে। ভারত এমন একটি দেশ যেখানে ঐতিহ্যের সঙ্গে সহবস্থান করে বিজ্ঞান। আর তাই ভূত বিদ্যা বা প্যারানরমাল সায়েন্স নিয়ে এই পদক্ষেপ নিল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন : ফসল নষ্ট করছে পাকিস্তানের পঙ্গপাল, বিশেষ দল পাঠালেন মোদী

আপাতত ছয় মাসের জন্যই ভূত বিদ্যার কোর্সটি করানো হবে। চিকিৎসকদের কাছে সাইকোসোমেটিক ব্যাধি নিয়ে অনেক সময়ই আসেন রোগীরা, যাকে ভূতে ভর করেছে বলে মনে করেন অনেকে। সেকারণেই চিকিৎসকদের এই সময় চিকিৎসায় কী পদ্ধতি অবলম্বন করা উচিত তাই শেখানে হবে ভূত বিদ্যায়। এমবিবিএস-রা ছাড়াও আয়ুর্বেদ চিকিৎসকরাও এই কোর্সটি করতে পারবেন। 
 

PREV
click me!

Recommended Stories

জর্ডানের সঙ্গে পুরনো বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করা হবে, আন্তরিক আহ্বান মোদীর
অপারেশন সিঁদুরের পাকিস্তানি ড্রোনের প্রদর্শন করল ভারতীয় সেনা, দেখুন ছবি