Accident News: মধ্যরাতে রক্তাক্ত বেঙ্গালুরুর রাস্তা, মোটরবাইক আরোহীকে থেঁতলে দিয়ে বেরিয়ে গেল বিলাসবহুল গাড়ি

Published : Jun 19, 2023, 01:35 PM ISTUpdated : Jun 19, 2023, 01:51 PM IST
bangalore hit and run case

সংক্ষিপ্ত

রবিবার ছুটির দিন হওয়ায় সন্ধেবেলা নিজের বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলেন ওই চারচাকা গাড়ির চালক। সেখান থেকেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। 

মদ্যপ অবস্থায় চারচাকা গাড়ি চালানোর শিকার হলেন এক নিরীহ বাইক আরোহী। রাতের অন্ধকারে বেঙ্গালুরুর রাস্তায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। প্রাণ হারালেন দরিদ্র হোটেল- কর্মী।

রবিবার রাতে বেঙ্গালুরুতে মহীশূর রোডের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে। এই রাস্তায় নয়নন্দনাহল্লির বিশ্বপ্রিয়া অ্যাপার্টমেন্টের কাছে ওই বাইক আরোহীকে রাস্তায় ধাক্কা মেরে পিষে দিয়ে পালিয়ে যায় একটি বিলাসবহুল চারচাকা গাড়ি। তৎক্ষণাৎ রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে মারা যান বাইকের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বাইক- চালকের নাম প্রসন্নকুমার। তিনি হেগ্গদাদেবন কোটে এলাকার বাসিন্দা। তিনি অঞ্জনগড়া এলাকার স্বাতী রেস্টুরেন্টে কাজ করতেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে প্রায় পৌনে দুটো নাগাদ। সাদা রঙের ঘাতক চারচাকাটি চালাচ্ছিলেন বিনায়ক নামের এক যুবক, যিনি ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। বিনায়ক পেশায় একটি বেসরকারি কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। রবিবার ছুটির দিন হওয়ায় বিনায়ক এদিন সন্ধ্যায় নিজের বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলেন। সেখান থেকেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাইক আরোহীকে ধাক্কা মেরে দেবার পরেও তিনি নিজের গাড়ি থামাননি বলে অভিযোগ।

গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ব্যাটারায়ণপুর ট্রাফিক পুলিশ বিনায়ককে গ্রেফতার করে। তাঁর গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে- মুচড়ে গিয়েছে। গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে বেঙ্গালুরুর পুলিশ।
 

আরও পড়ুন-

Panchayat Election 2023: তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ৩ মামী তিনটি আলাদা দলের প্রার্থী
Breaking News: কানাডায় গুলি লেগে নিহত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার

পৃথিবীর আর কোনও দেশ তার নাগরিকদের জন্য এতকিছু করেনি: ‘অপারেশন গঙ্গা’ সম্পর্কে বললেন প্রধানমন্ত্রী মোদী

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের