কিশোরের মোবাইল আসক্তি! বিরক্ত হয়ে বাবা শেষপর্যন্ত মেরেই ফেলল ছেলেকে

Published : Nov 16, 2024, 10:41 PM IST
কিশোরের মোবাইল আসক্তি! বিরক্ত হয়ে বাবা শেষপর্যন্ত মেরেই ফেলল ছেলেকে

সংক্ষিপ্ত

ব্যাঙ্গালোরে মোবাইল আসক্তির জেরে এক ১৪ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু। পিতা নির্মমভাবে প্রহার করায় মৃত্যু হয়। পুলিশে অবহিত না করেই শেষকৃত্য করার চেষ্টা।

 মোবাইল ফোনের আসক্তির কারণে এক ১৪ বছরের ছাত্রের মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউটে নবম শ্রেণীর ছাত্রকে তার পিতা মারধর করে হত্যা করে। অভিযুক্ত পিতা পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত না করেই শেষকৃত্য করতে যায়। তবে, প্রতিবেশীরা পুলিশে খবর দেয়, এরপরই পুরো ঘটনা প্রকাশ পায়।

বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউটে নবম শ্রেণীর এক ১৪ বছরের ছাত্রকে তার পিতা মোবাইল ফোন ব্যবহার করার জন্য খুব নির্মমভাবে প্রহার করে। এই ঘটনা ১৫ নভেম্বর সকালে ঘটে, পিতার মারে কিশোর গুরুতর আহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্ত পিতা পুলিশে খবর না দিয়েই ছেলের মরদেহ শেষকৃত্য করতে নিয়ে যায়। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অভিযুক্ত পিতাকে আটক করে।

 

তবে এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ যেভাবে একটি ফোনের জন্য পিতা পুত্রকে হত্যা করল  তা নিয়ে চিন্তিত মনোবীদরা। বর্তমানে তরুণদের মধ্যে মোবাইল ফোন নিয়ে আশক্তি বাড়ছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে বাবা ও মায়ের মধ্যে। কিন্তু এই ফোনের আশক্তি থেকে যে মৃত্যু পর্যন্ত হতে পারে তা নিয়ে এতদিন কেউ চিন্তা করত না। বেঙ্গালুরুর ঘটনা পর থেকে মনোবীদরা  অভিভাবদের সাবধান করেছেন। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo