Bank Holidays: অগস্ট মাসে ব্যাঙ্কে লম্বা ছুটি , রইল এক মাসের ছুটির তালিকা

Published : Jul 26, 2025, 02:52 PM ISTUpdated : Jul 26, 2025, 02:54 PM IST

Bank Holidays List: অগস্ট মাসে ব্যাঙ্কের ছুটির দিনগুলি দেখুন। কবে কবে ছুটি থাকবে রইল তারই লম্বা তালিকা। 

PREV
15
অগস্ট মাসে ব্যাঙ্কের ছুটি

অগস্ট মাস এসে যাচ্ছে। বাকি রয়েছে কয়েক দিন মাত্র। কিন্তু তার আগেই জেনে নিন অগস্ট মাসে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্ক। এটি জানা অত্যন্ত জরুরি। চলতি মাসেই বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি রয়েছে ব্যাঙ্কগুলিতে। তাই ব্যাঙ্ক ছুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। অগস্ট মাসে স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী রয়েছে। এই দুটি দিন ছুটি থাকে ব্যাঙ্ক।

DID YOU KNOW ?
অগস্ট মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
অগস্ট মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এই প্রশ্ন উঠছে। কারণ অগস্ট মাসে একাধিক উৎসব রয়েছে। তাই থাকবে বেশি ছুটি
25
রবিবারের ছুটি

সাধারণত ব্যাঙ্কগুলি রবিবার ছুটি থাকে। শনিবারও অনেক ব্যাঙ্ক বন্ধ থাকে। শনি ও রবিবারের ছুটিগুলি হল- ৩ অগস্ট, ১০ অগস্ট, ১৭ অগস্ট, ২৪ ও ৩১ অগস্ট বন্ধ থাকবে ব্যাঙ্ক।

35
শনিবারের ছুটি

ব্যাঙ্কগুলি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। সেই কারণে ৯ অগস্ট ও ২৩ অগস্ট ছুটি থাকবে বন্ধ। অগস্টমাসে শনিবার ও রবিবার মিলিয়ে ৭ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

45
স্বাধীনতা দিবসের ছুটি

১৫ অগস্ট স্বাধীনতা দিবস। পড়েছে শুক্রবার। সেই দিন গোটা দেশে ছুটি ঘোষণা থাকে। ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে। রাজ্য ও কেন্দ্রেও সর্বস্তরের সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকে।

55
অতিরিক্ত ছুটি

অতিরিক্ত ছুটি হিসেবে অনেক রাজ্য রাখি, জন্মাষ্টমী, গণেশ চতুর্থীর, পার্সি নববর্ষণ- সহ একাধিক ছুটি থাকে। কোনও কোনও রাজ্যে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Read more Photos on
click me!

Recommended Stories