স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলেই মাত্র তিনমাসেই মিলবে চড়া সুদ, জানুন পোস্ট অফিসের এই স্কীম সমন্ধে

Published : Jul 26, 2025, 11:14 AM IST

Post Office saving Scheme: অবসরের পর সঞ্চয়  নিয়ে চিন্তা! পোস্ট অফিসে খুলতে পারেন এই  অ্যাকাউন্ট। প্রবীণ নাগরিকদের জন্য দারুন সুযোগ করে দিচ্ছে পোস্ট অফিস। কীভাবে উপভোগ করবেন এই বিশেষ সুবিধা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।। 

PREV
15
সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম

পোস্ট অফিসে আপনিও করতে পারেন এই অ্যাকাউন্ট। সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে ৮.২ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যাবে পোস্ট অফিস থেকে। তবে এই স্কীম উপলদ্ধ শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য। কারণ, বয়সকালে এটি আপনাকে ভালো রিটার্ন পেতে সহায়তা করবে। 

25
কীভাবে এই সুবিধা ভোগ করবেন?

পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে আপনাকে শুধুমাত্র একবার টাকা জমা করতে হবে। এরপর প্রতি তিন মাসে সুদের পরিমাণ আপনার অ্যাকাউন্টে  চলে আসবে। আর আপনি এই স্কীমে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত জমা করে রাখতে পারবেন। 

35
কর ছাড়ে বড় সুবিধা

পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে আপনার বিনিয়োগ করা অর্থ আইকর আইনের ধারা ৮০-সি এর অধীনে কর ছাড়ের যোগ্য। তবে আপনার উপার্জিত সুদের উপর কর আদায় করা হবে। এই স্কীমের মেয়াদ পাঁচ বছর। আপনি চাইলে আরও তিনবছর অতিরিক্ত মেয়াদ বাড়িয়ে দিতে পারেন। 

45
কারা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট

ভারতীয় পোস্ট অফিসে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমের অ্যাকাউন্ট খোলার জন্য ৬০ বছর বয়সী প্রবীণ ব্যক্তিরা অথবা ৬০-এর বেশি বয়সীরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও স্বামী-স্ত্রী যৌথ ভাবেও অ্যাকাউন্ট খোলা যায়। 

55
অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি তারা কিছু নিয়ম মেনে চলেন। এছাড়াও কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যদি ৫০ বছর বয়সে মারা যান তাহলে তার স্ত্রীও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories