আগামী ২৪ ও ২৫ মার্চ হল ব্যাঙ্ক ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীরা।
ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে বন্ধ নিয়োগ। অল্প সংখ্যক কর্মী নিয়ে চলছে ব্যাঙ্ক। কর্মী নিয়োগের দাবিতে হচ্ছে ধর্মঘট।
তেমনই সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। এরই সঙ্গে আছে একাধিক ইস্যু।
তবে, এবার শোনা যাচ্ছে ভিন্ন এক খবর। যা চালু হবে ১ এপ্রিল থেকে।
সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বর্তমানে ৬ দিন খোলা থাকে ব্যাঙ্ক। তা এবার পরিবর্তন হতে চলেছে।
তেমনই এবার থেকে রাতে হতে পারে লেনদেন। এসেছেন নাকি এমনই প্রস্তাব।
সারা সপ্তাহের ব্যস্ততার পর শনিবার অনেকেই ব্যাঙ্কের কাজ করেন। এবার তেকে শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলে হতে পারে ভোগান্তি।
গ্রাহকদের কথা মাথায় রেখে চালু হতে পারে শিফটিং। এবার থেকে সকাল দুপুর এবং দুপুর ও সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
শোনা যাচ্ছে ১ এপ্রিল থেকে জারি হতে পারে এই নিয়ম।
আপাতত এই প্রসঙ্গে কোনও নিশ্চিত খবর মেলেনি। তবে, শোনা যাচ্ছে হতে পারে এমনটাই।
Sayanita Chakraborty