সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, লেনদেনের নিয়মে আসছে বড় পরিবর্তন, এপ্রিল থেকে জারি নয়া নিয়ম?

Published : Mar 19, 2025, 09:33 AM IST

আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে। শোনা যাচ্ছে, ১ এপ্রিল থেকে সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে এবং রাতে লেনদেনের জন্য শিফটিং চালু হতে পারে। যদিও, এই বিষয়ে এখনও নিশ্চিত খবর মেলেনি।

PREV
110

আগামী ২৪ ও ২৫ মার্চ হল ব্যাঙ্ক ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীরা।

210

ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে বন্ধ নিয়োগ। অল্প সংখ্যক কর্মী নিয়ে চলছে ব্যাঙ্ক। কর্মী নিয়োগের দাবিতে হচ্ছে ধর্মঘট।

410

তবে, এবার শোনা যাচ্ছে ভিন্ন এক খবর। যা চালু হবে ১ এপ্রিল থেকে।

510

সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বর্তমানে ৬ দিন খোলা থাকে ব্যাঙ্ক। তা এবার পরিবর্তন হতে চলেছে।

610

তেমনই এবার থেকে রাতে হতে পারে লেনদেন। এসেছেন নাকি এমনই প্রস্তাব।

710

সারা সপ্তাহের ব্যস্ততার পর শনিবার অনেকেই ব্যাঙ্কের কাজ করেন। এবার তেকে শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলে হতে পারে ভোগান্তি।

810

গ্রাহকদের কথা মাথায় রেখে চালু হতে পারে শিফটিং। এবার থেকে সকাল দুপুর এবং দুপুর ও সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।

910

শোনা যাচ্ছে ১ এপ্রিল থেকে জারি হতে পারে এই নিয়ম।

1010

আপাতত এই প্রসঙ্গে কোনও নিশ্চিত খবর মেলেনি। তবে, শোনা যাচ্ছে হতে পারে এমনটাই।

click me!

Recommended Stories