- Home
- India News
- Bank Holiday: এপ্রিল থেকে নতুন নিয়ম! এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গ্রাহকদের সমস্যা মেটাতে রাতেও হবে লেনদেন
Bank Holiday: এপ্রিল থেকে নতুন নিয়ম! এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গ্রাহকদের সমস্যা মেটাতে রাতেও হবে লেনদেন
Bank Holiday: এপ্রিল থেকে নতুন নিয়ম! এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গ্রাহকদের সমস্যা মেটাতে রাতেও হবে লেনদেন

অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। বহুদিন ধরে চলা ছুটির দাবি মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার? এবার থেকে মিলবে সপ্তাহে ২ দিন টানা ছুটি।
.
এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে মোটে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। বাকি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবারে আর হবে না কোনও লেনদেন।
বহুদিন ধরেই শনি ও রবিবার ২ দিন ছুটি চাইছিলেন ব্যাঙ্ক কর্মীরা। এবার মঞ্জুর হয়ে যাচ্ছে এই ছুটি শনি ও রবি ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সমস্ত রবিবারে বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। এবার এই ছুটিই বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
যেহেতু শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে তাই দুই শিফ্টে ব্যাঙ্ক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সন্ধের পরেও মিলতে পারে লেনদেনের সুবিধা।
সারা সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকেন অনেকেই। ফলে একমাত্র শনিবার তাদের জন্য লেনদেন করার সঠিক দিন হয়। তাই সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার সন্ধের পরেও ব্যাঙ্ক খুলে রাখার ভাবনা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার।
সপ্তাহে টানা ২ দিন ছুটি পেতে বাকি ৫ দিন অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাঙ্ক কর্মীদের। এ ছাড়াও দুই শিফ্টে হতে পারে কাজ।
সকাল থেকে বিকেল ও দুপুর থেকে রাত এই ২ শিফ্টে কর্মীদের কাজ করার প্রস্তাব জানাতে পারে কেন্দ্র। সব ঠিক থাকলে এপ্রিল থেকে আর শনিবার ও রবিবার হবে না ব্যাঙ্কে কোনও লেনদেনের কাজ।

