Bank Holiday: অগাস্টের শুরুতেই টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ফের জারি হল ছুটির বিজ্ঞপ্তি, ভোগান্তি গ্রাহকদের

Published : Jul 29, 2025, 07:37 AM ISTUpdated : Jul 30, 2025, 04:41 PM IST

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে অগাস্ট মাস। এই মাসে বেশ কয়েকটি দিন ব্যাংক বন্ধ থাকবে। অগাস্টের শুরুতেই টানা তিন দিন ছুটি থাকবে ব্যাংকে।

PREV
16

আর মাত্র ২টো দিন। তারপরই শুরু হচ্ছে অগাস্ট মাস। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নেগোশিয়্যাবল ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে ছুটি নির্ধারণ করে, যার অর্থ ওই দিনগুলোতে ব্যাঙ্কগুলো জনসাধারণের লেনদেন জন্য বন্ধ থাকবে। তবে, অনলাইনে সকল লেনদেন করা যাবে। 

26

প্রতি মাসে চারটি রবিবার ছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় শনিবার থাকে ব্যাঙ্ক বন্ধ। মাঝে যদিও ৫ দিন কর্মদিবসের দাবি উঠেছিল। কিন্তু আপাতত তা বাস্তবায়িত হয়নি। যে কারণে আপাতত মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহের শনিবার ছাড়া বাকি সব কয়টি রবিবার ছুটি থাকে ব্যাঙ্কে।

36

এবার জানা গেল নয়া তথ্য। অগাস্ট পড়তে না পড়তেই প্রায় তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। অগস্টের শুরুতে তিন দিনের টানা ছুটি থাকবে ব্যাঙ্কে। অগাস্টের প্রথম সপ্তাহে ৩ অগস্ট অর্থাৎ রবিবার থাকবে ব্যাঙ্ক বন্ধ। আর তার পরের সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

46

জানা যাচ্ছে, ৮ অগাস্ট সিকিম-এ সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে। তেন্ডং লো রাম ফাতে পালিত হবে গ্যাংটক-এ। যে কারণে সিকিমের সকল সরকারি ও বেসকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। শনিবার অর্থাৎ ৯ অগাস্ট শনিবার আহমেদাবাদ (গুজরাট), ভোপাল (মধ্যপ্রদেশ), ভুবনেশ্বর (ওড়িশা), দেরাদুন (উত্তরখণ্ড), জয়পুর (রাজস্থান), কানপুর এবং লখনউ (উত্তরপ্রদেশ), শিমলা (হিমাচল প্রদেশ), পশ্চিমবঙ্গ- সহ অন্যান্য রাজ্যেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন পালিত হবে রাখি পূর্ণিমা। তেমনই আবার মাসের দ্বিতীয় শনিবার। এই দুই কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর ১০ অগাস্ট পড়েছে রবিবার। সব মিলিয়ে টানা তিন ছুটি।

56

তেমনই গোটা অগাস্ট জুড়ে আছে ১২ দিন ছুটি। ৩ অগস্ট (রবিবার), ৮ অগাস্ট (শুক্রবার) সিকিম-এ সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে। তেন্ডং লো রাম ফাতে পালিত হবে। ৯ অগাস্ট রাখি পূর্ণিমা। ১০ অগাস্ট রবিবার। ১৩ অগাস্ট বুধবার দেশপ্রেমিক দিবসের জন্য মণিপুরে ব্যাঙ্ক বন্ধ। ১৫ অগাস্ট শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটি। ১৬ অগাস্ট শনিবার জন্মাষ্টমীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ অগাস্ট পড়েছে রবিবার। ১৯ অগাস্ট মঙ্গলবার ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ। এদিন মহারাজা বীর বিক্রম কিশোরের জন্মদিন।

66

২৩ অগস্ট ভারত জুড়ে চতুর্থ শনিবারের সাপ্তাহিক ছুটি। ২৪ অগাস্ট রবিবার। ২৫ অগাস্ট শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভব তিথি উপলক্ষে অসমে ব্যাঙ্ক বন্ধ। ২৭ অগাস্ট বুধবার আহমেদাবাদ, বেলাপুর, মুম্বই, নাগপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, পানাজি, বিজওয়াড়ায় গণেশ চতুর্থী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ অগাস্ট বৃহস্পতিবার ভুবনেশ্বর, পানাজি-তে গণেশ চতুর্থী ও নুয়াখাইয়ের দ্বিতীয় দিন ব্যাঙ্ক বন্ধ। ৩১ অগাস্ট রবিবার ভারতজুড়ে ব্যাঙ্ক বন্ধ।

Read more Photos on
click me!

Recommended Stories