- Home
- India News
- UPI Payment: আর অনলাইনে দিতে পারবেন না টাকা, বন্ধ হচ্ছে UPI পরিষেবা, সতর্ক করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ
UPI Payment: আর অনলাইনে দিতে পারবেন না টাকা, বন্ধ হচ্ছে UPI পরিষেবা, সতর্ক করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ
আজ, ২২ জুলাই ২০২৫, দুপুর ১২.১৫ থেকে রাত ১ টা পর্যন্ত SBI-এর অনলাইন পেমেন্ট পরিষেবা বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকলেও, গ্রাহকরা UPI Lite পরিষেবা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে অনলাইন পেমেন্টের ওপর আমরা প্রায় সকলেই নির্ভর করে থাকি। এবার এই নিয়মে আসছে বিরাট বদল। আজ সতর্ক হন।
দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কোটি কোটি গ্রাহকদের সতর্ক করেছে। আজ ২২ জুলাই মিলবে না অনলাইন পরিষেবা।
কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে UPI পরিষেবা। নির্ধারিত রক্ষণাবেক্ষণের কারণে গ্রাহকরা এই পরিষেবাটি পাবেন না।
২২ জুলাই ২০২৫ দুপুর ১২.১৫ থেকে রাত ১ টা পর্যন্ত পাওয়া যাবে না UPI পরিষেবা। এই সময় গ্রাহকরা কোনও লেনদেন করতে পারবেন না। ২২ জুলাই রাতে কিছু সময়ের জন্য এর পরিষেবা বন্ধ থাকবে।
এখন প্রশ্ন হল টাকা পাঠাতে কী করবেন তাহলে? ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, আজ চলবে UPI Lite পরিষেবা। ছোট লেনদেন করতে পারেন এর দ্বারা।
এর আগে ১৫ জুলাই রাত ১.০৫ থেকে ২.১০ পর্যন্ত প্রায় ৬৫ মিনিটের জন্য বন্ধ ছিল UPI, IMPS, YONO, RINB, ATM, NEFT, RTGS পরিষেবা। সেসময়ও UPI Lite ব্যবহারের পরমার্শ দিয়েছিল ব্যাঙ্ক।
তবে UPI Lite -র নির্দিষ্ট সীমা আছে। একবারে লোড করার সর্বোচ্চ পরিমাণ ২ হাজার, একটি লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ৫০০ এবং একদিনে মোট ৪ হাজার টাকা সর্বোচ্চ সীমা আছে।
UPI Lite ব্যবহারের ক্ষেত্রে পিন প্রয়োজন হয় না। BHIM SBI Pay-র মাধ্যমে দ্রুত ও সহজে পেমেন্ট করা যায়। BHIM SBI Pay অ্যাপের মাধ্যমে আপনি যে কোনও সময় UPI LITE বন্ধ করতে পারেন।
তবে UPI LITE লেনদেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা যায় না। এগুলো সরাসরি ওয়ালেট থেকে কেটে নেওয়া হয়।
তাই আজ যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে UPI LITE ব্যবহার করতে পারেন। কারণ আজ দিনের অধিক সময় বন্ধ থাকবে SBI ব্যাঙ্কের অনলাইন অর্থ আদান-প্রদানের প্রক্রিয়া।

