ব্যাঙ্কিং ওয়েবসাইটে এবার বিরাট বদল! নয়া নির্দেশ জারি করল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?

Published : Nov 15, 2025, 05:58 PM IST

আরবিআই-র নির্দেশে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো সমস্ত ব্যাঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইট পুরনো .com বা .co.in ডোমেন থেকে নতুন .bank.in-এ স্থানান্তরিত করছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অনলাইন ব্যাঙ্কিং নিরাপত্তা জোরদার করা।

PREV
15

টাকা তোলা বা জমা দিতে আর ব্যাঙ্কে গিয়ে লাইন নয়, অধিকাংশই ভরসা করেন অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর। টাকা তোলা বা জমা দেওয়া তো আছেই আজকাল টাকা ফিক্সড করাও যায় ঘরে বসে। এরই সঙ্গে আপনার কত টাকা ব্যাঙ্কে জমা আছে, কোন দিন কত টাকা ঢুকেছে বা কাটা গিয়েছে, কিংবা কবে কোন ফিক্সড ডিপোজিট রিনিউ হবে সব জানা যায় ঘরে বসে। এরজন্য প্রয়োজন ব্যাঙ্কের অ্যাপ। তেমনই ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য জানাতে শুধু ব্যাঙ্কের ওয়েবাসাইট গেলেই হল।

25

এবার অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থায় এল বিরাট বদল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসি আই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক সহ সব ব্যাঙ্ক বদল আনছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নেওয়া হচ্ছে নয়া পদক্ষেপ।

35

এবার থেকে আরবিআই-র নির্দেশে ব্যাঙ্কগুলো তাদের ওয়াবসাইটগুলো পুরনো .com বা .co.in ডোমেন থেকে bank.in এ স্থানান্তরিত করেছে। অনলাইন ব্যাঙ্কিং নিরাপত্তা জোরদার করা এবং গ্রাহকদের নিরাপদে প্রকৃত ব্যাঙ্কিং ওয়েবসাইটে অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশ দিয়েছে।

45

এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল ফিশিং বা জাল ওয়েবসাইটের স্ক্যাম প্রতিরোধ করা। যেখানে প্রতারকরা গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্কিং বিবরণ পেতে আসল ব্যাঙ্ক ওয়েবসাইটের মতো লিঙ্ক তৈরি করে। এই অবস্থায় মাইগ্রেশনের সময়সীমা শেষ হওয়ার পর গ্রাহকদের ওয়েবসাইটে ইউআরএল সতর্কতার সঙ্গে পরীক্ষা করার এবং শুধুমাত্র অফিসিয়াল bank.in ডোমেইন সহ সাইটগুলোর লগইন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

55

bank.in ডোমেইনটি শুধুমাত্র আরবিআই কর্তৃক অনুমোদিত এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোকেই মঞ্জুর করা হয়। এর অর্থ হল কোনও প্রতারণামূলক বা অনুমতিহীন সত্তা এই ডোমেইনাটি রেজিস্টার করতে পারবে না। সদ্য এই পদক্ষেপ নিয়েছে আরবিআই। এই নতুন নিয়ম বর্তমানে গ্রহণ করেছে বিভিন্ন ব্যাঙ্ক।

Read more Photos on
click me!

Recommended Stories