টাকা তোলা বা জমা দিতে আর ব্যাঙ্কে গিয়ে লাইন নয়, অধিকাংশই ভরসা করেন অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর। টাকা তোলা বা জমা দেওয়া তো আছেই আজকাল টাকা ফিক্সড করাও যায় ঘরে বসে। এরই সঙ্গে আপনার কত টাকা ব্যাঙ্কে জমা আছে, কোন দিন কত টাকা ঢুকেছে বা কাটা গিয়েছে, কিংবা কবে কোন ফিক্সড ডিপোজিট রিনিউ হবে সব জানা যায় ঘরে বসে। এরজন্য প্রয়োজন ব্যাঙ্কের অ্যাপ। তেমনই ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য জানাতে শুধু ব্যাঙ্কের ওয়েবাসাইট গেলেই হল।